শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৫:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
৩ নভেম্বর থেকে পলিথিন ব্যাগ উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান ভোলায় আরও ১৯টি গ্যাস কূপ খনন করা হবে: জ্বালানি উপদেষ্টা চট্টগ্রামে সুপারি রাখার গর্তে নেমে ২ ভাইয়ের মৃত্যু সর্বক্ষেত্রে নেতৃত্বে আসার জন্য তরুণরা প্রস্তুতি নিচ্ছে : নাহিদ আগামী প্রজন্মকে দূষণমুক্ত খাল-নদী দেখাতে হবে : পানিসম্পদ উপদেষ্টা সপ্তাহে ২০০ শহীদ পরিবার পাবে আর্থিক সহায়তা, জনপ্রতি ৫ লাখ সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির ৫ দিনের রিমান্ডে হাসিনার অন্যায়ের প্রতিবাদে মন্ত্রিত্ব ছাড়তে চেয়েছিলেন জিএম কাদের এস আলমের সময়ে নিয়োগ পাওয়া ৫৮৯ জনকে চাকরিচ্যুত করলো এসআইবিএল কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ বিয়ের দুই মাস পরই মা হতে যাওয়ার ঘোষণা দিলেন অ্যামি নওগাঁয় বেড়েছে চালের দাম স্পেনে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা দেড়শ ছাড়ালো কাল মধ্যরাতে শেষ হচ্ছে মাছ ধরার নিষেধাজ্ঞা, সাগরযাত্রায় প্রস্তুত জেলেরা ধানমন্ডিতে বাসায় ঢুকে লুটপাটের চেষ্টা, যৌথ অভিযানে গ্রেফতার ১৩ ইসরায়েলি সামরিক স্থাপনায় হামলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ খামেনির আজ থেকে কাঁচাবাজারেও নিষিদ্ধ পলিথিন বদির ম্যানেজার জাফর র‍্যাবের হাতে গ্রেপ্তার ঢাকাসহ ৪ বিভাগে বৃষ্টি ঝরতে পারে লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা, থাই ও ইসরায়েলি নাগরিকসহ নিহত ৭

আ. লীগ ২০ হাজার বীর মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ২৮ বার পড়া হয়েছে

দেশে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড আওয়ামী লীগই শুরু করেছিল উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, তারা রক্ষীবাহিনী তৈরি করে দেশের ২০ হাজার বীর মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মোশাররফ বলেন, ঢাকা বিভাগের সমাবেশ থেকে আমরা ১০ দফা ঘোষণা দিয়েছিলাম। যার মূল কথা ছিল এই অবৈধ সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল।

এ দেশে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন হতে হবে। এ দেশের মানুষ যাতে নিজের হাতে ভোট দিয়ে তাদের পছন্দমতো প্রতিনিধি নির্বাচিত করতে পারে। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারে।

তিনি অভিযোগ করে বলেন, এই সরকার ক্ষমতায় থাকার জন্য বিভিন্নভাবে ইতিহাসকে বিকৃত করছে। সত্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই এ ধরনের কথা বলে দেশের জনগণকে তারা বিভ্রান্ত করতে চায়। এরা গত ১৪ বছর ধরে ক্ষমতায় আছে দিনের ভোট রাতে করে, গায়ের জোরে। এ দেশের রাষ্ট্রকাঠামো একটি একটি করে ধ্বংস করেছে আওয়ামী লীগ।

তিনি বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। সে সময় তারা আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে, গণতন্ত্রকে হত্যা করে, বাকশাল প্রতিষ্ঠা করেছিল। তারা সংবিধানকে ছুড়ে ফেলে দিয়েছিল। এই দেশে সমাজতান্ত্রিক অর্থনীতির নামে তারা লুটপাটের অর্থনৈতিক ব্যবস্থা করেছিল। গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড শুরু হয়েছিল তাদের আমলে।

জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে মানববন্ধন পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর নেতারা। বিএনপির গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধনটি আয়োজিত হয়।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com