কুমিল্লা লালমাই উপজেলায় একই এলাকায় আওয়ামীগ ও বিএনপি কর্মসূচি ঘিরে হামলা ও পাল্টা হামলার অভিযোগ করা হয়েছে দুই পক্ষ থেকে। দলের বর্ধিত সভায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপির দুই নেতাকর্মী গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে দলটি।
শনিবার (২৬ আগস্ট) বিকেলে লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়ন বিএনপির বর্ধিতসভা ও আওয়ামী লীগের শান্তি মিছিল ঘিরে এ ঘটনা ঘটে।
স্থায়ীয় বিএনপি নেতাকর্মীরা জানান, লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের পূর্ব ঘোষিত বিএনপির প্রতিনিধি সভায় দুর্বৃত্তরা গুলি করে। এ সময় স্বেচ্ছাসেবকদল নেতা উত্তড্ডা গ্রামের মনির হোসেনের মাথায় ও যুবদল নেতা উন্দানিয়া গ্রামের ফিরোজের পায়ে গুলি লাগে। গুরুতর অবস্থায় তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে সভাস্থল ভাংচুর ও পরবর্তীতে বাড়িঘরেও হামলা চালিয়ে আওয়ামী লীগের নেতাকর্মী লুটপাট করে বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেছেন।
লালমাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিন মোল্লা বলেন, ‘আমরা বিকেলে শান্তি মিছিল করছিলাম। বিএনপির নেতাকর্মীরা হঠাৎ আমাদের মিছিলে গুলি করে। এতে আমাদের ১৫ জন নেতাকর্মী আহত হয়। এ বিষয় আমরা মামলা করব।’
লালমাই থানার ওসি মোহাম্মদ হানিফ বলেন, ‘একই এলাকায় আওয়ামীলীগ ও বিএনপি সমাবেশ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিবেশ শান্ত করে। পরিবেশ এখন পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে।’
বাংলা৭১নিউজ/এসএইচ