বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সেনাবাহিনীকে রাজনীতিতে হস্তক্ষেপ করতে দেব না, এটা আমার অঙ্গীকার থার্টিফার্স্ট নাইট অনুষ্ঠানে যুবককে কুপিয়ে হত্যা, আহত ২ মে থেকে ফিটনেসবিহীন বাস থাকবে না : বিআরটিএ চেয়ারম্যান রূপগঞ্জে সড়কে প্রাণ গেল ৩ জনের বছরের প্রথম দিনে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত নদী দখল করে মাছের ঘের, ভরাট হচ্ছে কালীগঙ্গা ২০২৪ আমার জীবনের শ্রেষ্ঠ বছর: আসিফ মাহমুদ ইএফটি উদ্বোধন, বছরের প্রথমদিনে বেতন পেলেন এমপিও শিক্ষকরা নতুন বছরে ২ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার খুলল এস আলমের বন্ধ হওয়া ৯ কারখানা ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ করল ইউক্রেন বাণিজ্য মেলার উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা মেট্রোরেলের লাইনে ফানুস, রাতভর পরিষ্কার করলো ডিএমটিসিএল হিন্দুরা নয়, আগস্টের পর ভারতে বেশি গেছেন মুসলিমরা বছরের প্রথম দিনে রাজধানীর বায়ু ‘খুব অস্বাস্থ্যকর’ ইইউতে ফিরতে ফ্রান্সের সঙ্গে সম্পর্ক গড়তে চায় তুরস্ক ২০২৪ সালে গণপিটুনিতে নিহত ১২৮ জন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি বাতেন, সম্পাদক সাইফুল আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায় ভূমি বিষয়ক সকল হয়রানি দূর করার অঙ্গীকার ভূমি মন্ত্রণালয়ের

আসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা, পেলেই গ্রেপ্তার: সিএমপি

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ১৫ মে, ২০১৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ’র এজেন্ট মেন্দি এন সাফাদির সাথে বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী, ভারতের আগ্রায় অন্তত তিন দিন বৈঠক করেছেন বলে তথ্য-প্রমাণ পেয়েছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো। এছাড়া বৈঠক চলাকালে একদিন লন্ডনে অবস্থানরত বিএনপির শীর্ষ এক নেতার সাথে তারা ভিডিও কনফারেন্সেও কথা বলেন। এ অবস্থায় দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারির পাশাপাশি আসলাম চৌধুরীকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার।

এদিকে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, সরকার উৎখাতে বিদেশি সহায়তা চাওয়া দেশের জন্য অশনি সংকেত।

আত্মপক্ষ সমর্থন করে বিএনপি’র যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী ভিডিও বক্তব্যে যেসব তথ্য দিয়েছেন সেখানে অধিকাংশ তথ্যই তিনি গোপন করেছেন বলে নিশ্চিত হয়েছেন গোয়েন্দারা। গোয়েন্দাদের কাছে এখন পর্যন্ত যেসব তথ্য প্রমান রয়েছে, তাতে দেখা গেছে চলতি বছরের মার্চের প্রথম সপ্তাহে ভারতের আগ্রার একটি হোটেলে মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সাথে চারদিনই সাক্ষাত হয়েছে। এর মধ্যে তিন দিন তারা একাধিক স্থানে বৈঠক করেছেন। বৈঠকের স্থান যেমন ভিন্ন ছিলো, তেমনি আসলাম চৌধুরীর পরিহিত পোশাকও ছিলো ভিন্ন ভিন্ন। একদিন তিনি কোট এবং টাই পরিহিত অবস্থায় থাকলো, আরেক দিন তিনি কোট পড়লেও টাই পড়েননি। আরেক দিন তিনি ছিলেন কোট ও টাই বিহীন শুধুমাত্র গোলাপি রঙের শার্ট পরিহিত অবস্থায়। ছবি-ভিডিওসহ সব তথ্য-প্রমান এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। এ অবস্থায় তার বিদেশ যাওয়ার পর নিষেধাজ্ঞা জারী করেছে সরকার।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইকবাল বাহার বলেন, ‘কিছু জিনিস আছে বলা যায় না। তবে বিএনপি নেতা আসলাম চৌধুরীর বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তাঁকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু হয়েছে। তাঁকে যখনই পাবে তখনই পুলিশ গ্রেপ্তার করবে।’

এদিকে এক সেমিনারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “কয়েকটি পত্রিকায় খবর এসেছে বিএনপির সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সম্পর্ক আছে। এটা সঠিক নয়। আমরা খুব স্পষ্ট ভাষায় বলতে চাই, বিএনপির সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই। প্যালেস্টাইনের অধিকার ও সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে বিএনপির। এর পক্ষে আমরা বরাবরই কথা বলে এসেছি।”

“প্যালেস্টাইনের জনগণের ওপর ইসরায়েলই আক্রমণ, আগ্রাসনের বিষয়ে আমরা সবসময় প্রতিবাদ করেছি। আমরা স্পষ্ট করে বলতে চাই, বিএনপি প্যালেস্টাইনের জনগণের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে।”

ফখরুল বলেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। শুধু নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনে বিএনপি বিশ্বাস করে, অন্য কোনো পথে নয়।’

তবে বিএনপি’র শীর্ষ পর্যায় থেকে মোসাদের সাথে বৈঠকের বিষয়ে অস্বীকার করা হলেও ঘনিষ্টজনদের মাধ্যমে দেয়া ভিডিও বক্তব্যে আসলাম চৌধুরী স্বীকার করেছেন, মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদি’র সাথে বৈঠকের সময় দেশের রাজনীতি’র নানা বিষয় নিয়ে কথা হয়েছিলো।

বিএনপি যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী বলেন, ‘রাজনৈতিক মানুষের সঙ্গে যখনই আমার দেখা হয়েছে তখনই বিভিন্ন কথা আমার কাছ থেকে জানতে চেয়েছে। কারও সাথে যেকোনো জায়গায় পরিচিত হলে আমরা বাংলাদেশের কথা অবশ্যই বলি কারণ আমি ব্যবসায়ের পাশাপাশি রাজনীতি করি। একইভাবে গণতন্ত্রেরও কথা বলে থাকি। কারণ আমাদের দলের কোনো কথা কেউ যদি বলে তখন অবশ্যই আমরা তখন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি।’

এদিকে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ‘দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এভাবে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোকে আমন্ত্রণ জানানো কিংবা সরকার উৎখাতে সহায়তা চাওয়া দেশের জন্য অশনি সংকেত।’

নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অব. আবদুর রশীদ বলেন, ‘ইসরাইলি ইহুদী রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, সেখানে রাষ্ট্রের কোনো নাগরিকের যোগাযোগের প্রশ্নই আসে না। আর সেটি যদি রাষ্ট্রের বিরোধী কর্মকাণ্ডের মধ্যে পড়ে তাহলে বাংলাদেশের আইন অনুযায়ী এটি রাষ্ট্রদোহীতার সামিল।’

তিনি আরও বলেন, ‘যে ব্যক্তি বা রাজনৈতিক ব্যক্তি পদবিসহ এরকম করবে আর যে রাজনৈতিক দল তাকে ঐ পদবি দিয়েছে তার উপরেও এর দায় এসে পড়বে। আর সেই সাথে তার দলও এর দায় এড়াতে পারবে না।’

আসলাম চৌধুরী বিএনপি’র শীর্ষ নেতা তারেক রহমানের অনুসারী হিসেবে পরিচিত। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সদস্য সচিব থেকে মাত্র কয়েক বছরে তিনি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হিসেবে পদন্নোতি পেয়েছেন। মোসাদের সাথে বৈঠকের বিষয়টি প্রকাশ হওয়ার পরই আসলাম চৌধুরী গা ঢাকা দিয়েছেন।

বাংলা৭১নিউজ/এসএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com