বাংলা৭১নিউজ, ডেস্ক: চর্বি উৎপাদনকারী জিনের তৎপরতা বন্ধ পারে এমন ওষুধের পরীক্ষায় সফল হয়েছেন বিজ্ঞানীরা। ইঁদুরের ওপর চালানো পরীক্ষায় এ সফলতা এসেছে।
এমন গবেষণার ভিত্তিতে ভবিষ্যতে স্লিম হওয়ার বড়ি আবিষ্কার করা যাবে বলে মনে করছেন চিকিৎসা-বিজ্ঞানীরা। এভাবে মেদ-ভুরির বিষয়টি একদিন অতীতকালের সমস্যা হিসেবে গণ্য হবে হয়ত।
র্যাপ ১ নামের জিনের সঙ্গে দেহের বিপাকক্রিয়া, ওজন বাড়া এবং অতি-ভোজনের সম্পর্ক আছে। আগের গবেষণা সমীক্ষাগুলো থেকেই এটি জানতেন বিজ্ঞানীরা।
কিন্তু ইতোপূর্বে এর সঙ্গে সরাসরি সম্পর্কের বিষয়টি নির্ধারণ করা সম্ভব হয় নি। এবারে হিউস্টনের বেলোর এবং টেক্সাস চিলড্রেন হসপিটালের বিজ্ঞানীরা গবেষণাগারের ইঁদুর দেহের এ জিনের তৎপরতা বন্ধ করে দিতে পেরেছে। ওষুধ প্রয়োগ করে এ কাজে সফল হয়েছেন বিজ্ঞানীরা।
আর সঙ্গে সঙ্গে ইঁদুরের অতি-ভোজন প্রবণতাও দূর হয়েছে। এ ছাড়া, চর্বিসমৃদ্ধ খাবার দেয়া সত্ত্বেও এ জাতীয় ইঁদুরের ওজন বাড়েনি। এ সব ইঁদুরের রক্তে তুলনামূলক ভাবে কম মাত্রায় শর্করা এবং ইনসুলিনের উপস্থিতি দেখতে পেয়েছেন গবেষকরা।
এতে আশাবাদী হয়ে উঠেছেন বিজ্ঞানীরা। তারা ভাবছেন, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া ওজন কমানোর ওষুধ আবিষ্কার করতে পারবেন তারা। অবশ্য এমন নির্দোষ ওষুধ বাজারে আসার আগ পর্যন্ত খাবারের বিষয়ে সতর্ক থাকতে হবে শিশু-কিশোর-তরুণ এবং নারী-পুরুষ সবার।
নিয়মিত ব্যায়াম এবং পরিমিত খাবার খেয়ে ওজন বাড়ার হাত থেকে নিজেকে রক্ষা করতে হবে। না হলে, হৃদরোগ, ডায়াবেটিস এবং ক্যান্সারে ভুগে অকাল প্রাণ পর্যন্ত দিতে হতে পারে।
বাংলা৭১নিউজ/সূত্র: পার্সটুডে