সাভারের আশুলিয়ায় ৩৮ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করছে র্যাব।
মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওয়াজেদ আলী।
পুলিশ জানায়, একটি পেঁয়াজ ভর্তি পিকআপে করে মাদকের বড় চালান আসার খবর পেয়ে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চলায় পরিচালনা করে র্যাব। এসময় পিকআপে অভিনব কায়দায় লুকানো ৩৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসময় দুইজনকে আটক করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলা৭১নিউজ/এসএইচ