সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
২৬ দিনে ২৪৩ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১১০ পল্লবীর ‘মাদক সম্রাজ্ঞী’ লাবণী আক্তার গ্রেফতার পাঠ্যপুস্তক সংশোধনের সমন্বয় কমিটি বাতিল উদ্বেগজনক দৃষ্টান্ত শ্রমিকদের পাওনা ছুটিও দেওয়া হতো না : ড. দেবপ্রিয় অস্ট্রেলিয়ায় হিজবুল্লাহর পক্ষে বিক্ষোভকারীদের দেশ ছাড়া করার হুঁশিয়ারি সাবেক কমিশনার হাবিবুর রহমান ও পরিবার সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশীদের ওপর টিয়ারশেল নিক্ষেপ নিজ কার্যালয়ে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা পদ্মা থেকে বালু তোলা নিয়ে দুই পক্ষের গোলাগুলি, অস্ত্রসহ আটক ১০ লেবাননে ইসরায়েলি হামলায় ৬ দিনে ৮১৬ জন নিহত জুলাই গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ আরও দুজনের মৃত্যু সাগর-রুনি হত্যা মামলার তদন্ত থেকে সরানো হলো র‌্যাবকে পতেঙ্গায় অপরিশোধিত তেলবাহী জাহাজে বিস্ফোরণ ট্রাফিক আইনে একদিনে জরিমানা ৩৩ লাখ, ১৮৯ গাড়ি ডাম্পিং কুড়িগ্রামে তিন নদীর পানি বাড়ছে দাঁড়িয়ে থাকা ভ্যানে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২ সাভারে পীরের বাড়িতে হামলা, মাজার ভাঙচুর ১৫ মাস পর মুমিনুলের সেঞ্চুরি গণপিটুনিতে নিহত রেনু হত্যা মামলার রায় পেছাল আশুলিয়ায় মহাসড়ক অবরোধ করে দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ

আশুগঞ্জ সার কারখানা: ১৪ মাস পর চালুর ১ মাসের মাথায় বন্ধ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ২২ জুলাই, ২০১৮
  • ১১৪৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, মোঃ হুমায়ুন কবির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: গ্যাস সংকটের কারণে টানা ১৪ মাস বন্ধ থাকার পর এক মাস যেতে না যেতেই আবার গ্যাস সংযোগ বন্ধ করে দেয়ার কারণে ব্রাহ্মণবাড়িযাার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে।

গত ১৪ মাস কারখানা বন্ধ থাকার ফলে প্রতিদিন ১২শ’ মেট্রিকটন হিসেবে পাঁচ লক্ষ মেট্রিকটনেরও বেশী ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হয়েছে। এছাড়া দীর্ঘদিন ধরে উৎপাদন বন্ধ থাকা ও কারখানায় সারের মজুদ না থাকায় বিদেশ থেকে আমদানি করা সার দিয়ে কারখানার কমান্ড এরিয়াভুক্ত সাত জেলায় সার সরবরাহ স্বাভাবিক রাখতে হয়েছে। এতে করে বিরাট অংকে লোকসান গুনতে হয়েছে বলে জানান কারখানা কতৃপক্ষ।

কারখানা সূত্রে জানা যায়, আশুগঞ্জ সার কারখানাটি পুরো মাত্রায় চালু রাখতে ৪৮ থেকে ৫২ এম এম সিএফ গ্যাস প্রয়োজন হয়। দেশের বিদ্যুৎকেন্দ্রগুলো সচল রাখতে গত বছরের ১৯ এপ্রিল আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। তাই চাহিদা অনুযায়ী গ্যাস না পাওয়ায় কারখানার উৎপাদন বন্ধ রাখতে হয়। এতে প্রতিদিন ১২শ’ মেট্রিকটন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হয়েছে।

কারখানা বন্ধের পর থেকেই এর শ্রমিকরা পুনরায় গ্যাস সরবাহের দাবিতে একাধিকবার মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করলেও কোন ফল হয়নি। অবশেষে গত ১৩ জুন কারখানার পুনরায় গ্যাস সরবরাহ শুরু করলেও ১মাস পর হঠাৎ করে আবার গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। এতে আশুগঞ্জ সার কারখানার উৎপাদনও বন্ধ হয়ে গেছে ।

বিসিআইসির পরিচালক (কারিগরি) প্রকৌশলী মো. আলী আক্কাস জানান, দীর্ঘদিন ধরে উৎপাদন বন্ধ থাকায় কারখানায় সারের মজুদ না থাকলেও বিদেশ থেকে আমদানি করা সার দিয়ে কারখানার কমান্ড এরিয়াভুক্ত সাত জেলায় সার সরবরাহ স্বাভাবিক রাখা হয়েছে। এদিকে বিদেশ থেকে আমদানী করা সারের মান নিয়েও প্রশ্ন তুলেছেন কৃষকসহ সংশ্লিষ্ট অনেকেই।  আমদানী করা এসব সার দীর্ঘদিন খোলা আকাশের নিচে রাখার কারণে এসব সার নষ্ট হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এদিকে কখন কারখানাটি চালু করা সম্ভব হবে তা বলতে পারছেনা কর্তৃপক্ষ ।

বাংলা৭১নিউজ/জেএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com