আল-আকসা মসজিদের পরিচালক ওমর কিসওয়ানি বলেছেন, ‘আল-আকসা মসজিদে প্রবেশ করার পূর্ণ অধিকার রয়েছে সমস্ত মুসলমানের, তারা অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে বা অন্য কোথাও বাস করুক না কেন’।
শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে এ কথা জানিয়েছেন তিনি।
প্রতিবেদনে বলা হয়, কিসওয়ানি ইসরাইলকে উল্লেখ করে বলেন, ‘মসজিদে প্রবেশের জন্য কোনো অনুমতির প্রয়োজন হবে না’
তিনি আরো বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি যে- উল্লেখযোগ্য সংখ্যক সেনা সদস্য, পুলিশ এবং অন্যান্য আইন প্রয়োগকারী কর্মীরা জেরুসালেম এবং আল-আকসা মসজিদ ঘিরে রেখেছে। পশ্চিম তীরের আমাদের ভাইদের এই পবিত্র স্থানগুলোতে প্রবেশ করতে বাধা দিচ্ছে তারা।’
ওমর কিসওয়ানি আরো বলেন, ‘আল-আকসা মসজিদ একটি ইবাদতের ও শান্তির স্থান, কিন্তু অতিরিক্ত বিধিনিষেধ এবং চেকপয়েন্ট আরোপের কারণে এটি একটি বড় কারাগারের মতো হয়ে গেছে। এমনকি এটি একটি সামরিক শিবিরের মতো মনে হয়।’
এদিকে হামাস-পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলায় উপত্যকায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ৩২ হাজারের কাছাকাছি। এছাড়া আরো ৭২ হাজার ৭৬০ জন আহত হয়েছে।
ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অন্য বছরের মতো এবার রমজান যাপনের সুযোগ নেই। কারণ, শত শত মসজিদ গুঁড়িয়ে দেয়া হয়েছে। নগর-ভবন মিসমার করা হয়েছে। তাই জীবন যাপনের অনুসঙ্গ সংকীর্ণ হয়ে এসেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, চলমান গাজা যুদ্ধে অন্তত ১২ হাজার ৩০০ শিশু মারা গেছে।
সূত্র : আল-জাজিরা
বাংলা৭১নিউজ/এসএইচ