বাংলা৭১নিউজ, ডেস্ক: সিরিয়ার আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় একটি ত্রাণবাহী গাড়িবহরে বিমান হামলা হয়েছে। এতে বহু হতাহতের আশংকা করা হচ্ছে।
আলেপ্পোর প্রত্যন্ত উর্ম আল খুবরা এলাকায় যাবার পথে জাতিসংঘের ত্রাণবাহী বহরটি হামলার শিকার হয়।
সিরিয় সেনাবাহিনী প্রায় সপ্তাহব্যাপী একটি অস্ত্রবিরতির অবসান ঘোষণা করার কয়েক ঘণ্টা পর এই হামলার ঘটনা ঘটলো।
ত্রাণ বহরে কারা বিমান হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত নয়। তবে বিদ্রোহীরা অস্ত্রবিরতির শর্ত ভেঙ্গেছে বলে অভিযোগ করছে সিরিয় সেনাবাহিনী। খবর বিবিসি বাংলার।
হামলার শিকার ওই ত্রাণবাহী বহরটি সিরিয় রেড ক্রিসেন্টের সদস্যরা নিয়ে যাচ্ছিল।
ত্রাণবহরটিতে বিমান হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
একটি অসমর্থিত খবরে বলা হয়েছে হামলায় ১২ জন নিহত হয়েছেন। এদের সবাই ত্রাণকর্মী। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, সরকারী অথবা রুশ যুদ্ধবিমান থেকে এই হামলা চালানো হয়েছে। তবে সিরিয় সরকার এবিষয়ে কোন মন্তব্য করেনি।
সিরিয় রেড ক্রিসেন্ট বলছে, আক্রান্ত ত্রাণবহরটি আলেপ্পো থেকে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিদ্রোহী নিয়ন্ত্রিত প্রত্যন্ত এলাকার দিকে যাচ্ছিল। অনলাইনে প্রকাশিত কিছু ছবিতে অনেকগুলো দীর্ঘাকৃতির ট্রাক এবং লরিতে আগুন জ্বলতে দেখা গেছে।
এদিকে জাতিসংঘের একজন মুখপাত্র বলেছেন, ত্রাণবাহী ৩১টি ট্রাকের মধ্যে ১৮টি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা জানতে পেরেছেন। তবে বিমান হামলার বিষয়ে তারা নিশ্চিত নন।
সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত, স্টেফান ডি মিসটুরা এক বিবৃতিতে বলেছেন যে, এই ঘটনায় তারা ক্ষুব্ধ।
বাংলা৭১নিউজ/সিএইস