বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পুলিশের জ্যাকেট পরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সাংবাদিক সজীবকে সিলেটের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে রংপুর রিজার্ভ চুরির অর্থ দেশে ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি গ্রহণযোগ্য নির্বাচন দিতে কমিশন বদ্ধপরিকর: সিইসি ছাত্রশিবিরের নতুন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১২ কর্মকর্তা ১৯ জন উদ্ধার না হতেই ফের ৭ অপহরণ! স্লোগানে উত্তাল শহীদ মিনার, শেখ হাসিনার ফাঁসি দাবি নতুন বছরে দেশবাসীর জন্য তারেক রহমানের বার্তা ধ্বংসস্তূপে দাঁড়িয়ে শামীমের লড়াই, তবু খুলনার কাছে হার চট্টগ্রামের দেশ কোনো দলকে ইজারা দেওয়া হয়নি : ধর্ম উপদেষ্টা ব্রাহ্মণবাড়িয়ায় নিলামের পণ্য কেনা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানকে মেরামত করতে আরেকবার যুদ্ধে অংশ নিতে হবে ৫৫ বছরে বাগদান সারলেন সোহেল তাজ, জানা গেল পাত্রীর পরিচয় পদ্মা সেতু দুর্নীতির মামলা পুনরায় তদন্তের সিদ্ধান্ত থার্টিফার্স্ট নাইটে বন্ধ থাকবে বার, করা যাবে না নাচ-গান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাড়িবহরে হামলা, আহত ২০ গুঁড়িয়ে দেওয়া হলো শেখ মুজিব ও জাতীয় চার নেতার ম্যুরাল চব্বিশের অভ্যুত্থানে অন্যতম সহযোদ্ধা ছিল ছাত্রশিবির: সারজিস আলম বিপ্লব নস্যাৎ করতে ষড়যন্ত্র থেমে নেই: মঞ্জুরুল ইসলাম

আমেরিকার ভিসানীতিতে সরকারের ঘুম হারাম: আমির খসরু

লক্ষ্মীপুর প্রতিনিধি:
  • আপলোড সময় শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ২৮ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমেরিকার ভিসানীতিতে দেশের উপর বজ্রপাত পড়েছে। এরপর থেকে সরকারের ঘুম হারাম হয়ে গেছে। ৩ মে আমেরিকা ভিসানীতি পাঠিয়েছে বাংলাদেশে; কিন্তু প্রকাশ হয়েছে ২৫ মে। সরকার তা পকেটে লুকিয়ে রেখেছিল।

আমেরিকা মনে করেছিল সরকার বিষয়টি দেশের নাগরিকদের জানিয়ে দেবে। ২৪ দিন অপেক্ষা করেও যখন দেখল ভিসানীতি প্রকাশ করা হয়নি; তখন আমেরিকা বিষয়টি তাদের ওয়েবসাইটে প্রকাশ করে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকালে লক্ষ্মীপুরে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন। জেলা বিএনপির ব্যানারে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির লক্ষ্মীপুরের গোডাউন রোড এলাকার বাসভবন প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

আমির খসরু আরও বলেন, আওয়ামী লীগ এখন নির্বাচনের কথা বলছে। এর সঙ্গে মিডিয়ার লোক, বুদ্ধিজীবীও আছেন। এরা সরকারের দালাল। এ মুহূর্তে দেশে নির্বাচন নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই। এখন মূল বিষয় ফ্যাসিস্ট সরকারের পতন।

যতক্ষণ দেশে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হবে, ততক্ষণ নির্বাচন নিয়ে কোনো আলোচনা হবে না। লেভেল প্লেয়িং ফিল্ডের পর গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হলেই নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে।

তিনি আরও বলেন, ১৪ বছরে আমাদের নেতাকর্মীরা জ্বলে-পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছেন। আওয়ামী লীগ আজকে রাজনীতির মধ্যে নেই। তারা রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ আগের মতো বাকশালে চলে গেছে। বাকশাল হচ্ছে জমি দখল, ব্যবসা দখল, জোর নীতি, বিদেশে টাকা পাচার আর সন্ত্রাসী করা।

কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, ড. মামুন আহমেদ, সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান, সহ-সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ মজুমদার, হারুনুর রশিদ ভিপি হারুন, সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ, এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু ও যুগ্ম আহবায়ক হাছিবুর রহমান।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com