বাংলা৭১নিউজ,চট্টগ্রামপ্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর একদিনের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন এবং বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলায় আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম মো. শফিউদ্দিনের আদালত এই আদেশ দেন।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে দুই দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
গত ৪ আগস্ট রাতে আমীর খসরুর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭(২) এবং বিশেষ ক্ষমতা আইনে নগরের কোতোয়ালি থানায় মামলা করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর। পরে আসামির আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৭ অক্টোবর পর্যন্ত ছয় সপ্তাহের জামিন মঞ্জুর করেন আদালত। ৭ অক্টোবর আদালতে হাজির হয়ে জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন করেন তিনি। শুনানি শেষে বিচারক ২১শে অক্টোবর পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।
এছাড়া নিম্ন আদালত থেকে মামলার নথিও পূর্ণাঙ্গ জামিন শুনানিতে উপস্থাপনের জন্য নির্দেশনা দেন আদালত। এরই ধারাবাহিকতায় ওইদিন আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের জন্য আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বাংলা৭১নিউজ/ডিএমকে