সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল আজহা আগামী ৯ জুলাই উদযাপিত হতে পারে। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটি এই তথ্য জানিয়েছে।
খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী আগামী ৩০ জুন (বৃহস্পতিবার) ইসলামী জ্বিলহজ মাসের শুরু হতে পারে। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটি অনুযায়ী, জ্বিলহজ মাসের ১০ তারিখে অনুষ্ঠিত হয় ঈদুল আজহা, যেটি ৯ জুলাই তারিখে পড়েছে।
তাই সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ জুলাই পবিত্র ঈদুল আজহা পালিত হবে। আমিরাতের সরকারি ক্যালেন্ডার অনুসারে আরাফাতের দিন, অর্থাৎ ঈদুল আজহার আগের দিনও ছুটি থাকে। সেই হিসাবে, এ বছর আমিরাতবাসী শুক্রবার ৮ জুলাই থেকে সোমবার ১১ জুলাই পর্যন্ত ছুটি পাচ্ছেন।
সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হয়।
বাংলা৭১নিউজ/এসএইচ