বাংলা৭১নিউজ, ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে মুস্তাফিজুর রহমান নামটাই এখন একটা চমক। এক বছর আগে যেমন চমক দিয়ে শুরু করেছিলেন তেমনি এখনও চমক দিয়েই যাচ্ছেন ক্রিকেট বিশ্বকে। তার বোলিং বোঝার জন্য বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানরা রীতিমতো পরীক্ষানিরীক্ষা করছেন। কিন্তু মুস্তাফিজকি কাউকে সেই বোলিং রহস্য শেখান?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) চলছে তার রহস্যময় বোলিং। সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যমনি এখন বাংলাদেশের সাতক্ষীরার সেই সহজ সরল ছেলেটি। সতীর্থ কেউ বা অন্য দলের কেউ এই বোলিং রহস্য জানতে চান কিনা?
এমন প্রশ্নের উত্তরে মুস্তাফিজ বাংলাদেশের একটি জাতীয় দৈনিকে বলেন, ‘টিপস তো সবাই চায়। যে জানতে চায় তাকে বলি, তোমার যেটা আছে, সেটাই তোমার জন্য সেরা। আমার যেটা আছে, সেটা আমার কাছে সেরা। কিভাবে বোলিং করি, সেটা তাদের বলি। তবে আমি হয়তো যেটা পারি, সেটা আরেকজন না-ও পারে। ওপরওয়ালা সবাইকে সবকিছু দেন না। বলি, আমার কৌশল রপ্ত করতে গিয়ে নিজেরটা নষ্ট করো না।’
আন্তর্জাতিক ক্রিকেটে কাটিয়েছেন মাত্র এক বছর। এর মধ্যেই ক্রিকেট বিশ্বে নিজেকে আলোচিত করে ফেলেছেন তার বোলিং দিয়ে। এত এত সাফল্য কিন্তু মুস্তাফিজ আছেন সেই আগের মতোই। নিজের কোন পরিবর্তন দেখছেন না মুস্তাফিজ। তিনি বলেন, ‘আগেও বলেছি, কোনো পরিবর্তন আসেনি। আমি আগের মতোই আছি।’
বাংলা৭১নিউজ/এমকে