বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৮:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে বিপন্ন প্রজাতির হনুমান পাচারের সময় গ্রেপ্তার ২ ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ: রিপোর্ট কামরুল-পলকসহ ৫ জন নতুন মামলায় গ্রেফতার বেনজীরের স্ত্রী ও মেয়ের আয়কর নথি জব্দের আদেশ ভৈরব থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার অবশেষে মায়ের বুকে ছেলে পোষ্য কোটা বাতিলসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের অনশন বাঘাবাড়ী নৌবন্দর নাব্য সংকট, ভিড়তে পারছে না জাহাজ নিয়োগ দুর্নীতি : ওয়াসার তাকসিমসহ ১০ জনের বিরুদ্ধে মামলা নির্বাচন সংস্কারে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১ প্রস্তাব লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া ট্রাম্পের মানচিত্রে যুক্তরাষ্ট্রের নতুন অঙ্গরাজ্য কানাডা ২০২৪ সালে সড়কে নিহত ৭ হাজারের বেশি : রোড সেফটি ফাউন্ডেশন সিরিয়ার কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের হুমকি তুরস্কের টিসিবির নতুন চেয়ারম্যান ব্রি. জেনারেল ফয়সাল আজাদ একনেকে ৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ঢাকায় ছিনতাই বেড়ে যাওয়ার কথা স্বীকার করলেন ডিএমপি কমিশনার বিডিআরের নিরপরাধ সদস্যদের মুক্তির দাবিতে পদযাত্রায় পুলিশের বাধা রায়েরবাজারে পরিত্যক্ত অবস্থায় ২৯ রাউন্ড গুলি উদ্ধার ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন আসিফ মাহমুদ

আমাদের স্যাটেলাইট অত্যাধুনিক এবং যুগোপযোগী-শিল্পমন্ত্রী

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ১৮ মে, ২০১৮
  • ৩৪৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন। বাংলাদেশের উৎক্ষেপণ করা স্যাটেলাইট অত্যাধুনিক ও যুগোপযোগী।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন মন্ত্রী। ২০১৭ সালে প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষায় সাফল্যের জন্য ৬৫ জন কৃর্তি শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয় অনুষ্ঠানে।

ডিআরইউ সদস্যদের সন্তানদের মধ্যে ৩৪ জন প্রাথমিক সমাপনী, ৩০ জন জেএসসি এবং একজন মাদ্রাসায় সাফল্যের জন্য বৃত্তি পেয়েছে।

এ সময় শিক্ষা নিয়ে বক্তব্যের পাশাপাশি গত ১১ মে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে উৎক্ষেপিত দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ নিয়েও কথা বলেন আমির হোসেন আমু।

তিনি বলেন, এই প্রকল্পকে বাংলাদেশের সমৃদ্ধির পথে যাওয়ার অন্যতম মাইলফলক হিসেবে তুলে ধরছে সরকার। তবে বিএনপি নানাভাবে এই প্রকল্পের সমালোচনা করছে।

আমু বলেন, ‘বিগত যেসব দেশ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছেন তাদের চেয়ে আমাদেরটা অনেক বেশি অত্যাধুনিক এবং যুগোপযোগী। অথচ আামাদের বন্ধুরা এটার সাথে কৃষকদের তুলনা নিয়ে আসলেন।’

‘তারা বলছেন- স্যাটেলাইট তো উৎক্ষেপিত হল এখন কৃষকদের কী হবে? কৃষকদের কী হবে তাদের কাছে আমাদের জিজ্ঞাসা, কারণ তাদের ক্ষমতার আমলে এই কৃষকরা সার চাইতে গিয়ে জীবন দিয়েছেন। ১৮ জন কৃষককে তারা গুলি করে হত্যা করেছে।’

‘স্যাটেলাইট উৎক্ষেপণের সঙ্গে কৃষকদের সম্পর্ক স্থাপন করার যে চেষ্টা সেটা একটা অশিক্ষিত লোকের মতো কথাবার্তা বলে আমি মনে করি। এগুলি এই দেশের মানুষ বহন করে না।’

এসময় মন্ত্রী জানান, সরকার দেশে শিক্ষার হার শতভাগ উন্নীত করতে চায়। তিনি বলেন, শিক্ষিত জাতি প্রতিযোগিতামূলক বিশ্বে বাংলাদেশকে আরও এগিয়ে নেবে।

‘আমরা যখন ক্ষমতায় আসি ২০০৯ সালে, তখন শিক্ষার হার ছিল ৪৭ শতাংশ। আজকে শিক্ষার হার ৭৭ শতাংশ। এটাকে ১০০ শতাংশে উন্নীত করার মধ্যদিয়ে এই দেশকে একটি শিক্ষিত জাতি হিসেবে আমরা গড়ে তুলব।’

‘আন্তর্জাতিক বিশ্বে প্রতিযোগিতামূলক অবস্থায় যেন আমাদের ছেলেমেয়েরা বিশাল ভূমিকা রাখতে পারে সেটাই কামনা করি।’

২০১০ সালে শিক্ষানীতি প্রণয়নের পর এক শ্রেণির মাদ্রাসা শিক্ষককের আন্দোলনের কথা তুলে ধরে আমু বলেন, ‘তারা বলেছিলেন, এই শিক্ষানীতি হলে মাদ্রাসা শিক্ষা বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা লক্ষ্য করেছি বর্তমানে মাদ্রাসা শিক্ষা বন্ধ হয়নি। বরং যারা মাদ্রাসায় পড়েন তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবি, সাহিত্যিকসহ হওয়ার সুযোগ পাচ্ছেন।’

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকারও আহ্বান জানান শিল্পমন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক আরিফুর রহমান দোলন, উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য ইয়াসমীন আরা লেখা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শাবান মাহমুদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউর সভাপতি সাইফুল ইসলাম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ডিআরইউর সাধারণ সম্পাদক শুক্কুর আলী শুভ। অনুষ্ঠান পরিচালনা করেন ডিআরইউর কল্যাণ সম্পাদক কাওসার আজম।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com