বাংলা৭১নিউজ, ঢাকা: নিজেকে কারাগারে নেওয়ার বিনিময়ে হলেও ছেলে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে মুক্তি দিতে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছেন তার মা অধ্যাপিকা মাহমুদা বেগম।
তিনি বলেছেন, ‘আমার ছেলেকে দীর্ঘদিন জেলে আটক রেখেও আপনার ব্যক্তিগত জিঘাংসা যদি পরিতৃপ্ত না হয়ে থাকে, তাহলে আমাকে জেলে নেওয়ার বিনিময়ে আমার নিরাপরাধ সন্তানকে মুক্তি দিন।’
জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে শুক্রবার বিকেলে দৈনিক আমার দেশ পরিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অনুরোধ জানান তিনি।
তিন বছর ধরে কারারুদ্ধ মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মাহমুদা বেগম বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী কার্যত বিশ্বের সর্বাপেক্ষা ক্ষমতাশালী সরকারপ্রধান। তার নির্দেশ ও ইশারা-ইঙ্গিতেই রাষ্ট্রের সবকিছু পরিচালিত হচ্ছে। তিনি চাইলেই আমাকে কারাগারে নিয়ে মাহমুদুর রহমানকে মুক্তি দিতে পারেন।’
মাহমুদুর রহমানের মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে দেশের সকল বয়সের সব মায়ের প্রতি আবেদন জানিয়ে মাহমুদা বেগম বলেন, ‘আপনারা আমার একমাত্র সন্তানের মুক্তির জন্যে আল্লাহর কাছে প্রার্থনা করুন। আমি আপনাদের সকলের জন্যে এবং আপনাদের সন্তানদের জন্যে দোয়া করি।’
সংবাদ সম্মেলনে একমাত্র ছেলের মুক্তি চাইতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মাহমুদা বেগম। এ সময় সেখানে উপস্থিত অনেকের চোখও অশ্রুসজল হয়ে পড়ে।
প্রকৌশলী মাহমুদুর রহমানকে ২০১৩ সালের ১১ এপ্রিল রাজধানীর কারওয়ান বাজার আমার দেশ কার্যালয় থেকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তার বিরুদ্ধে ৮২টি মামলা রয়েছে। এর মধ্যে তিনি ৮০টি মামলায় জামিন পেয়েছেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার, দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে, একাংশ) মহাসচিব জাহাঙ্গীর আলম প্রধান, মাহমুদুর রহমানের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সানাউল্লাহ মিয়া প্রমুখ।
বাংলা৭১নিউজ/এমএস