বুধবার, ২৬ জুন ২০২৪, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থার কর্মসম্পাদন চুক্তি আরও এক বছর প্রধানমন্ত্রীর মুখ্যসচিব থাকছেন তোফাজ্জল রাশিয়া-চীন-ভারতসহ উন্নত দেশ থেকে সমরাস্ত্র কেনা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত স্মার্ট বাংলাদেশে মাথাপিছু আয় হবে সাড়ে ১২ হাজার ডলার: পলক তারেককে ফেরাতে জোর কূটনৈতিক তৎপরতা চলমান: প্রধানমন্ত্রী খাগড়াছড়ি থেকে ফয়সাল-মোস্তাফিজ গ্রেপ্তার, আনা হচ্ছে ঢাকায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উ. কোরিয়ার, বিস্ফোরিত মাঝ-আকাশেই তিস্তা সেচ ক্যানেলের ধারে পড়ে থাকা মাইন সদৃশ বোমা উদ্ধার ৩৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই : শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে কুয়েতের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ পাবনায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ভাই-বোন নিহত ইসলামী ব্যাংকের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নতুন ঠিকানায় পূবালী ব্যাংকের ঢাকা স্টেডিয়াম শাখা মেডিক্যাল কলেজে পড়াশোনার মান বাড়াতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ইকো-ট্যুরিজম সম্প্রসারণে একযোগে কাজ করবে বাংলাদেশ ও মালদ্বীপ সালিশদারকে হত্যার ঘটনায় ৬ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন গঙ্গা-তিস্তা নিয়ে ভারত সরকারকে প্রশ্ন করার পরামর্শ মন্ত্রীর পুলিশ কর্মকর্তাদের সম্পদের তদন্ত চলছে: আইজিপি পাকিস্তানে শিশুসহ একই পরিবারের ৯ জনকে গুলি করে হত্যা

‘আমাকে খুশি করো, কাজ পাবে’, বলেছেন পরিচালক

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯
  • ৬০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক: কাজের বিনিময়ে যৌনসুবিধা আদায়ের চেষ্টার খবরে ফের তোলপাড় ভারতের বিনোদন দুনিয়া। ‘খিচড়ি’ টেলিভিশন শোতে শিশুশিল্পী হিসেবে প্রথম জনপ্রিয়তা লাভ করেছিলেন অভিনেত্রী রিচা ভদ্র। সেই তিনিই প্রকাশ্যে বললেন, কাস্টিং কাউচের শিকার হয়েছেন।

সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে মুখ খুললেন রিচা ভদ্র। বলেন, তাঁর বিয়ের পরে একজন কাস্টিং ডিরেক্টর তাঁকে বলেছিলেন, কাজ পেতে হলে সন্তুষ্ট রাখতে।

“প্রথম দিকে আমি কাস্টিং কাউচ সংক্রান্ত কোনো অভিজ্ঞতার শিকার হইনি। আমার বিয়ের পরে বেশ কয়েকটি জায়গায় অডিশন দিতে গিয়েছিলাম। তখন বেশিরভাগ ক্ষেত্রেই আমাকে কম্প্রোমাইজ করতে বলা হয়েছিল। একজন কাস্টিং ডিরেক্টর বলেছিলেন, ‘আমাকে খুশি করো, আমি তোমাকে কাজ দেবো’,” বলেন রিচা।

‘খিচড়ি’ টিভি শোতে রিচা ভদ্র ছিলেন হানসা ও প্রফুল্লর মেয়ে চিক্কির ভূমিকায়। কাস্টিং কাউচের অভিজ্ঞতার কথা শেয়ার করে রিচা বলেন, ‘আমাকে একটি হোটেলে ডেকে পাঠিয়েছিলেন ওই কাস্টিং ডিরেক্টর। কিন্তু আমি তাঁকে বলি, কফিশপে দেখা করতে চাই। এর পরে আমার ইন্ডাস্ট্রিতে সমস্ত আশা-আকাঙ্ক্ষা শেষ হয়ে যায়। শিল্পী হিসেবে যে ইমেজ আমি তৈরি করেছিলাম, সেটা আর ভেঙে ফেলতে চাইনি।’

ফের টেলিভিশনে ফেরার চেষ্টা করেছিলেন রিচা ভদ্র, কিন্তু খুব বেশি সাহসী চরিত্রের জন্য তিনি নিজেকে যোগ্য বলে মনে করেন না। রিচা বলেন, ‘আমি আমার পরিবার বা নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো সাহসী চরিত্রে অভিনয় করতে পারব না। শিশুশিল্পী হিসেবে আমি সব সময় খুব ঘেরাটোপের মধ্যে থাকতাম। সব সময় পরিবার পাশে থাকত।’

ইন্ডাস্ট্রিতে মোটা শরীর নিয়ে নানা কটূক্তির শিকার হচ্ছেন অভিনেত্রীরা। এই কদিন আগেই বলিউড নায়িকা বিদ্যা বালান তাঁর ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করেন। রিচাও স্বীকার করলেন। বললেন, ‘বহু সেলিব্রেটিই আজকাল বডি শেমিংয়ের শিকার হচ্ছেন। আমাকেও মাঝেমধ্যেই বলা হয়েছে তোমাকে মোটা মেয়ের চরিত্রে মানাবে। আমি কোনো ট্যাগ চাই না। শুধু ইন্ডাস্ট্রির প্রয়োজনে ওজন ঝরানোয় আমি বিশ্বাসী নই।’

একটি বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষা পরামর্শক হিসেবে কাজ করেন রিচা ভদ্র। নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, “মানুষ আমাকে চিনত, তাঁরা আমায় জিজ্ঞেস করত, ‘এখানে তুমি কী করছ?’ তাঁদের বোঝানো সত্যিই কঠিন।”

রিচা ভদ্রকে ‘বা বহু অউর বেবি’, ‘মিসেস টেন্ডুলকার’সহ বেশ কয়েকটি টিভি শোতে দেখা গেছে।

বাংলা৭১নিউজ/সূত্র:এনডিটিভি,হিন্দুস্তান টাইমস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com