সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আবারও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হলেন আমারাসুরিয়া প্রধান উপদেষ্টার সঙ্গে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচের সাক্ষাৎ দুহাত তুলে দোয়া চাইলেন পলক ডিজিটাল নিরাপত্তা মামলা থেকে মেজর হাফিজের অব্যাহতি আমার সঙ্গে ছবি দেখিয়ে সুপারিশ করলে পাত্তা দেবেন না: সারজিস সামরিক বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন কিম জাকারিয়া পিন্টুর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক স্বাস্থ্য খাত সংস্কার কমিশন গঠন সৈয়দ সুলতানের নেতৃত্বে শ্রম সংস্কার কমিশনে আছেন যারা ইউক্রেন রাশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র ছুড়লে ‘বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে’ এস আলমের শেয়ার বিক্রি, নতুন শেয়ারে ঘাটতি কমাবে ইসলামী ব্যাংক পা‌কিস্তানের ইক‌মিশনারের সেল‌ফিতে উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ আওয়ামী লীগ সরকারের পতনের বাস্তবতা মেনে নিতে ভারত ব্যর্থ বিদ্যুৎস্পৃষ্ট মাকে বাঁচাতে জড়িয়ে ধরল ছেলে, ঝরল দুই প্রাণ গাজীপুরে সড়কে আরেক কারখানার শ্রমিকেরা, সংঘর্ষ-আগুনে রণক্ষেত্র অন্তর্বর্তী সরকার যত বেশিদিন থাকবে, তত সমস্যা বাড়বে : ফখরুল স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু আর নেই শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সাড়ে ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে ফ্রেশ টিস্যু ফ্যাক্টরির আগুন

আমরা লোভ লালসা থেকে দূরে থাকতে পারি না: জি এম কাদের

বাংলা৭১নিউজ,ঢাকা:
  • আপলোড সময় শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩ বার পড়া হয়েছে

আমরা লোভ লালসা থেকে দূরে থাকতে পারি না। যারা আমাদের দলে থেকে অন্য দলের রাজনীতি করে তাদের দল থেকে বের করে দিতে পারি না, আমরা ঝুঁকি নিতে পারি না। সামনের দিনে যদি রাজনীতিকে বাঁচাতে হয়, তবে ঝুঁকি নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বনানীতে নিজের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জিএম কাদের এসব কথা বলেন। নিজ কার্যালয়ে জিএম কাদের যখন এই অভিযোগ করছেন তখন কাকরাইলে রওশন এরশাদপন্থি জাতীয় পার্টি পৃথক সভা করেছে। ৯ মার্চ তারা সম্মেলন করারও ঘোষণা দিয়েছেন।

জি এম কাদের বলেন, ‘আমাদের লাঙ্গল নিয়ে যাওয়া হবে, এ ধরনের হুমকি দেওয়া হয়। দল বাঁচাবো, না রাজনীতি বাঁচাবো। এই কারণে জাতীয় পার্টি সব সময় ভঙ্গুর হয়ে থাকে। সরকার আমাদের দুর্বল করার জন্য সব সময় একটা জোট বানিয়ে রাখে। যখন সত্যিকারের অর্থে আমরা রাজনীতি করবো; জনগণের রাজনীতি করবো তখন তারা বাধা দিয়ে আমাদের দলকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে। এ থেকে বাঁচতে হলে নেতাকর্মীদের সত্যিকারের জাতীয় পার্টি করতে হবে।’

যারা জাতীয় পার্টির প্ল্যাটফর্ম ব্যবহার করে অন্য দলে যেতে চায় তাদের দল থেকে বের করে দিতে হবে জানিয়ে কাদের বলেন, ‘এটা যদি করতে পারেন তাহলে দল টিকবে। না হলে টিকবে না। এইভাবে গৃহপালিত দলের কোনো প্রয়োজনীয়তা দেশ ও জাতির কাছে নাই।’

নিজের দলকে ব্যালেন্সিং ফ্যাক্টর উল্লেখ করে কাদের বলেন, ‘আমাদের কথা শুনতে বাধ্য হয় সরকার, বাধ্য হয় যে কোনো দল। আমাদের রাজনৈতিক প্রয়োজনীয়তা আছে। যেই মুহুর্তে আমরা একজনের কাছে বন্দি হয়ে গৃহপালিত হবো, উনি যেইভাবে বলবেন সেইভাবে কথা বলবো, তখনতো জনগণের কাছে আমাদের আর দরকার নেই।’

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘দেশের রাজনীতিকে নষ্ট করবেন না। দলগুলোকে রাজনীতি করতে দেন। সবাইকে ধ্বংস করে আপনারা এককভাবে রাজনীতি করবেন এটা হতে পারে না।’

এসময় দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com