বাংলা৭১নিউজ, মাগুরা প্রতিনিধি: জার্মান ফুটবল দলের ভক্ত আমজাদ হোসেনের তৈরি সাড়ে ৫ কিলোমিটার জার্মান পতাকা দেখতে মঙ্গলবার সকালে জার্মান দূতাবাসের দুই কর্মকর্তা মাগুরায় এলেন। বাংলাদেশে নিযুক্ত দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা উইজোরা ও শিক্ষা সংস্কৃতিক কর্মকর্তা তামারা কবির আমজাদকে শুভেচ্ছা জানাতে ছুটে আসেন মাগুরাতে। সদর উপজেলার নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার এ পতাকা প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে মাগুরার ঘোড়ামারা গ্রামের যেখানে আমজাদ হোসেন জানান, এই পতাকা তৈরি করতে নিজের জমি বিক্রি করে প্রায় ৬ লাখ টাকা ব্যয় হয়েছে। আগামীতে এই পতাকার দৈর্ঘ্য আরো বাড়াতে চান তিনি। জার্মান দলের সমর্থনে বিশ^কাপ খেলা দেখতে রাশিয়াতে যেতে চান তিনি।
পতাকা প্রর্দশনী অনুষ্ঠানে জার্মান দূতাবাসের দুই কর্মকর্তা জানান, তারা আমজাদের এ জার্মান ফুটবল দল প্রীতিতে মুগ্ধ। জার্মান দলের প্রতি আমজাদ সহ মাগুরার মানুষের সমর্থন আমাদেরকে অভিভূত করেছে। জার্মান দলকে নিয়ে মাগুরাবাসীর এই উচ্ছ্বাস আয়োজন ছিল তাদের কাছে অপ্রত্যাশিত। তাদের জানা মতে জার্মান ফুটবল দলের সমর্থনে এটাই সম্ভবত সবচেয়ে দীর্ঘ পতাকা।
এ জন্য তারা আমজাদ হোসেন ও বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ। মাগুরায় এটাই তাদের প্রথম সফর নয়, গত ২০১৪ সালের বিশ^কাপে সাড়ে ৩ কিলোমিটার দৈর্ঘ্যরে পতাকা দেখতে জার্মান দূতাবাসের চার্জ দ্যা এ্যাফায়ারস্ মাগুরায় এসেছিলেন। চলতি রাশিয়া বিশ^কাপে আমজাদ হোসেনের খেলা দেখতে যাওয়ার আগ্রহের বিষয়টি আমরা দূতাবাসকে জানাবো।
জার্মান ফ্যানস্ গ্রুপ অব বাংলাদেশ আয়োজিত এ পতাকা পদর্শনী অনুষ্ঠানে নিশ্চিন্তপুর হাইস্কুল মাঠে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, স্থানীয় চাউলিয়া ইউনিয়ন চেয়ারম্যান হাফিজার রহমান ও জার্মান ফ্যান গ্রুপের রহিম ফরায়েজী, সৈকত হোসেন ও সাইফুল ইসলাম কৌশিকসহ অন্যরা।
বাংলা৭১নিউজ/জেএস