বাংলা৭১নিউজ, ডেস্ক: আবৃত্তিশিল্পী ও মুক্তিযোদ্ধা কাজী আরিফ আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। বাংলাদেশ সময় শনিবার রাত সাড়ে নয়টায় লাইফ সাপোর্ট খুলে তাকে মৃত ঘোষণা করা হয়। এর আগে নিউ ইয়র্কের ম্যানহাটনের মাউন্ট সিনাই সেন্ট লিওক্স হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল এই স্থপতিকে। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। তার স্ত্রী প্রজ্ঞা লাবনীও একজন আবৃত্তি শিল্পী।
তার মৃত্যুকে শোক প্রকাশ করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
গত মঙ্গলবার হার্টের ভাল্ব পুনঃস্থাপন ও আর্টারিতে বাইপাস সার্জারি সম্পন্ন হয় কাজী আরিফের। এর আগে হার্টের একটি ভাল্ব অকেজো এবং একটি গুরুত্বপূর্ণ আর্টারি নষ্ট হয়ে গেলে চিকিৎসকরা ভাল্ব পুনঃস্থাপন ও বাইপাস সার্জারির সিদ্ধান্ত নেন।
১৯৫২ সালের ৩১ অক্টোবর ফরিদপুরের রাজবাড়ীতে কাজী আরিফের জন্ম। তবে তার বেড়ে ওঠা চট্টগ্রাম নগরীতে। সেখানেই তার পড়াশোনা, শিল্প-সাহিত্যে হাতেখড়ি।
কাজী আরিফ ১৯৭১ সালে ১ নম্বর সেক্টরে মেজর রফিকের কমান্ডে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধ শেষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পড়াশোনা শুরু করেন। এরপর সমান তালে এগিয়ে যেতে থাকে তার শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা।
বাংলা৭১নিউজ/সিএইস