বাংলা৭১নিউজ, ডেস্ক: বাংলাদেশে অস্ট্রেলিয়ানসহ পশ্চিমা নাগরিকদের ওপর সন্ত্রাসী হামলার হুমকির বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে বলে জানিয়েছে অস্ট্রেয়া।
শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন করে জারি করা এক সতর্কবার্তায় এ কথা বলা হয়েছে।
সন্ত্রাসী হামলার হুমকি ও রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি উল্লেখ করে বাংলাদেশে নিজ দেশের নাগরিকদের উচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শও দিয়েছে অস্ট্রেলিয়া।
সতর্ক বার্তায় বলা হয়েছে, যেকোনো পরিস্থিতিতে নিজের নিরাপত্তার জন্য সজাগ থাকতে হবে।
বাংলা৭১নিউজ/এমএইচ