বাংলা৭১নিউজ, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘি উপজেলার দৈনিক ভোরের পাতা পত্রিকার সাংবাদিক সাগর খানকে অপহরণ চেষ্টা ও অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা অনূষ্ঠিত হয়েছে। বুধবার রাতে সান্তাহার প্রেসক্লাবে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, দৈনিক সংবাদের প্রতিনিধি গোলাম আম্বিয়া, প্রথম আলোর সাংবাদিক খায়রুল ইসলাম, জনকন্ঠের প্রতিনিধি হারেজুজ্জামান, সমকাল প্রতিনিধি এম আর ইসলাম, বাংলা৭১নিউজ প্রতিনিধি মনসুর আলী, সাংবাদিক তোফায়েল হোসেন, সাগর খান, আলম খান, মমতাজুর রহমান ও রবিউল ইসলাম।
সভায় বক্তারা দ্ররুত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের অওতায় নিয়ে আসার আহবান জানান। প্রসঙ্গত গত সোমবার সন্ধায় ভোরের পাতা পত্রিকার সাংবাদিক সাগর খানকে সান্তাহার শহর থেকে একদল দুর্বৃত্ত অপহরণের চেষ্টা চালায়। পরে ওই রাতেই পুলিশ ও জনতা জয়পুরহাট জেলার তিলকপুর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
বাংলা৭১নিউজ/জেএস