সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
তরুণদের দেখানো পথেই দেশকে গড়তে হবে : মঈন খান গুলশানে ডিজে পার্টিতে ডিএনসির আকস্মিক অভিযান ৩ দফা দাবিতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে জবি শিক্ষার্থীদের পদযাত্রা চাঁদপুর-কুমিল্লা সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ উত্তরাঞ্চলে আমন ধান নিরাপদে তুলতে পারলে খাদ্য সংকট হবে না সহপাঠীকে বিবস্ত্র করে ভিডিও, কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেফতার খালেদা জিয়ার নামে মামলার বাদী মেহেদীর ৭ দিনের রিমান্ড চায় পুলিশ উপদেষ্টা পরিষদের আকার বাড়ানোর কারণ জানালেন রিজওয়ানা ফারুকী বললেন, ‘অস্বীকার হচ্ছে অপরাধীর প্রথম অস্ত্র’ চট্টগ্রামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার রাজধানীতে গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণ, নারীসহ দগ্ধ ৫ নারী উদ্যোক্তারা কাঙ্ক্ষিত সহযোগিতা পাচ্ছেন না : ঢাবি উপ-উপাচার্য দেশের স্বার্থই আমাদের একমাত্র এজেন্ডা : অর্থ উপদেষ্টা বঙ্গভবন থেকে সরানো হলো শেখ মুজিবুর রহমানের ছবি গাজা-লেবানন-সিরিয়ায় ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ৯৪ কোনো নির্দিষ্ট সম্প্রদায় নয়, জনগণের জন্য কাজ করাই লক্ষ্য রাস্তার পাশে পড়ে আছে ১০ ব্যাগ বোমাসদৃশ বস্তু ৫০ ঘণ্টা অবরোধের কবলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ক্ষুব্ধ যাত্রীরা কাশ্মীরে স্বাধীনতাকামীদের সঙ্গে তুমুল সংঘর্ষ: ভারতীয় সেনা নিহত খুনি হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছেন: সমন্বয়ক সারজিস

আন্দোলনকারীদের ওপর পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সিলেট প্রতিনিধি:
  • আপলোড সময় বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ২০ বার পড়া হয়েছে

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী নিহতের ঘটনায় বিচার ও জাতিসংঘ কর্তৃক তদন্তসহ ৯ দফা দাবিতে সিলেটে ‘মার্চ ফর জাস্টিস’ মিছিলে শিক্ষার্থীদের ওপর টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ। এতে ছত্রভঙ্গ হয়ে যান শিক্ষার্থীরা।

বুধবার (৩১ জুলাই) দুপুর ১টার দিকে সুবিদবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে নগরীর সুবিদবাজার এলাকায় পৌঁছান। এসময় পুলিশ তাদের বাধা দেয়। পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যান। এসময় পেছন থেকে পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে ছত্রভঙ্গ হয়ে যান আন্দোলনকারীরা।

 

এর আগে ৯ দফা কর্মসূচি বাস্তবায়নে বেলা ১১টা থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিতে শুরু করেন আন্দোলনকারীরা। তবে পুলিশ তাদের সরিয়ে দেয়। এরপর আরও শিক্ষার্থী যোগ দিয়ে স্লোগান দিতে শুরু করেন। তখন পুলিশ ক্যাম্পাসের ভেতরে চলে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকশ শিক্ষার্থী সেখান থেকে নগরীর কোর্ট পয়েন্টের দিকে যান। সেখান থেকে মিছিল নিয়ে তারা সুবিদবাজারে গেলে এই ঘটনা ঘটে ।

শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর সুবিদবাজার, মিরেরময়দান, দরগাহ গেট এলাকায় অভিযান চালায় পুলিশ। তবে কাউকে আটক করতে পারেনি।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, শিক্ষার্থীরা মিছিল নিয়ে আক্রমণাত্মক পরিস্থিতি তৈরির চেষ্টা করলে আমরা শান্তিপূর্ণভাবে ছত্রভঙ্গ করে দিয়েছি। এ ঘটনায় কেউ হতাহত হননি। কাউকে আটকও করা হয়নি।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com