বাংলা৭১নিউজ,ঢাকা: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অসুস্থতাজনিত কারণে আদালতে হাজির করা হয়নি। তবে আগামী ২২ এপ্রিল পর্যন্ত খালেদা জিয়াসহ মামলার সব আসামিকে জামিন দিয়েছেন আদালত। ওই দিন পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এ আদেশ দেন।
এদিন ওই মামলার যুক্তিতর্ক শুনানির দিন ধার্য ছিল।
দুর্নীত দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
অসুস্থ থাকায় খালেদা জিয়ার জামিন পরবর্তী নির্ধারিত তারিখ ২২ এপ্রিল বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ১ ফেব্রুয়ারি আসামি জিয়াউল হক মুন্নার পক্ষে যুক্তিতর্ক শুনানি অব্যাহত রয়েছে এবং খালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন বাকি আছে।
এদিকে, একই বিচারক গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুনীতি মামলায় ৫ বছরের কারাদণ্ড দেন। ওই দিনই তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকেই নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন খালেদা জিয়া।
বাংলা৭১নিউজ/জেএস