রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো ১৯ টাকা বাংলাদেশে এসে টিউলিপের তথ্য নিয়ে গেছে ব্রিটিশ গোয়েন্দা দল ট্রাফিক আইন লঙ্ঘন, ১৩১১ মামলায় ডাম্পিং ৯৫ গাড়ি এখনো আগের মতোই চাঁদাবাজি চলছে, বাজারে সিন্ডিকেটও আছে: সারজিস ইনকিলাব মঞ্চের মিছিলে পুলিশের বাধা, শিক্ষা ভবন মোড়ে অবস্থান সপ্তম একনেক সভা অনুষ্ঠিত ‘পণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকার আগের মতোই পদক্ষেপ নিচ্ছে’ কেন্দ্রের নিরাপত্তা বিধানে পুলিশ মোতায়েনে আইজিপিকে ইসির চিঠি গুলির পর ‘নিখোঁজ’ ছিল মেহেদীর মরদেহ, ৬ মাসেও মামলা নেয়নি পুলিশ কারা অধিদপ্তরের নতুন লোগো : সরে গেলো নৌকা গণঅভ্যুত্থানে আহতদের অবস্থানে স্থবির মিরপুর সড়ক, দুর্ভোগ চরমে ঢাবিতে পিটিয়ে হত্যা : তদন্তে অসন্তোষ প্রশাসন, নারাজি দাখিল প্রশাসন থেকে হাসিনার দোসরদের সরাতে এক মাসের আল্টিমেটাম ইজতেমা ময়দানে ড্রোন আতঙ্ক, ছুটোছুটিতে ৪১ মুসল্লি আহত চট্টগ্রামে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১০ নেতাকর্মী আটক আইসিইউতে ভালো নেই ফরিদা পারভীন, দোয়া চাইলেন স্বামী যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ করবে মেক্সিকো-চীন লিফলেট বিতরণের সময় গণপিটুনির শিকার আ.লীগ নেতা আওয়ামী লীগের লিফলেট বিতরণে শিক্ষা ক্যাডারের কর্মকর্তা যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ বাবার প্রতিনিধিত্ব করবেন জাইমা

আঞ্চলিক করিডোরের উন্নয়নে আরও ৬৮ হাজার কোটি টাকা দেবে এডিবি

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ২৯ বার পড়া হয়েছে

ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ প্রসারে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সবসময় সাব রিজিওনাল করিডোর অবকাঠামো উন্নয়নে কাজ করছে। সেই ধারাবাহিকতায় আঞ্চলিক করিডোরের উন্নয়নে আরও আট বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে এডিবি। প্রতি ডলার সমান ৮৫ টাকা ধরে এই অর্থায়নের পরিমাণ ৬৮ হাজার কোটি টাকা। এডিবির সদস্যভুক্ত ৬৮টি দেশ এ সহজ শর্তের ঋণ ব্যবহার করে আঞ্চলিক করিডোর উন্নয়ন করেছে। কনসেশনাল এ ঋণে সুদের হার ২ শতাংশ। এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণে ওই ঋণ ব্যবহার করা হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) এডিবির স্বাধীন মূল্যায়ন বিভাগ (আইইডি) থেকে প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এডিবি আঞ্চলিক অবকাঠামো উন্নয়নে আরও ৫ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার ঋণ ও অনুদান প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া ২ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার কো-ফাইন্যান্সিং করবে প্রতিষ্ঠানটি।

গ্রেটার মেকং সাবরিজিয়ন (জিএমএস) প্রোগ্রামের আওতায় এডিবি সাবরিজিওনাল করিডোরে ভৌত অবকাঠামো উন্নয়ন করেছে। কর্মসূচির আওতায় এর আগে ২০১২ থেকে ২০২০ সাল মেয়াদে ১৩০ প্রকল্পে ৫৬ বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করেছিল এডিবি। প্রতি ডলার সমান ৮৫ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ চার লাখ ৭৬ হাজার কোটি টাকা। উপ-আঞ্চলিক অর্থনৈতিক সম্প্রসারণ আরও প্রসারিত করতে নানা ধরনের ইতিবাচক পদক্ষেপও প্রচারও করছে সংস্থাটি।

প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে, এডিবির প্রাতিষ্ঠানিক সহায়তা প্রোগ্রামটি ছিল গুরুত্বপূর্ণ। জিএমএস কর্মসূচির আওতায় এডিবিভুক্ত দেশগুলোতে ১৩০টি বেশি প্রকল্পে অর্থায়ন করা হয়েছে। যার পরিমাণ ছিল ৫৬ বিলিয়ন মার্কিন ডলার। ফলে উপ-অঞ্চলের অর্থনৈতিক করিডোরগুলিতে অবকাঠামো অনেক উন্নত হয়েছে। নতুন ৮ বিলিয়ন ডলার অর্থায়নে আরও উন্নত হবে অর্থনৈতিক করিডোরগুলো।

এডিবির কার্যক্রম দেশ পর্যায়ে ভালো পারফর্ম করেছে। উপ-আঞ্চলিক পর্যায়ে কার্যক্রমের ফলাফল আরও ইতিবাচক। সড়ক নেটওয়ার্ক, পর্যটন এবং সম্প্রদায়ের স্বাস্থ্যের উন্নতিতে জোরালো অবদান রাখছে এডিবি। প্রতিষ্ঠানটি মনে করে বাজার সংহতকরণ, উৎপাদন প্রক্রিয়াজাতকরণ এবং বাজারমূল্য এবং পরিবেশগত অবস্থার উন্নতি সেই তুলনায় কম হয়েছে। তাই নতুন করে এসব খাতে আরো নজর দেবে এডিবি।

এডিবির আইইডি মহাপরিচালক ইমানুয়েল জিমেনেজ বলেন, জিএমএস প্রোগ্রাম দেখিয়েছে কিভাবে আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা উন্নত করা যায়। সমবেতভাবে এই কর্মসূচির সুবিধা নিতে পারে দেশগুলো। আঞ্চলিক করিডোরে উভয় দেশ লাভবান হবে।

এডিবি প্রধান মূল্যায়ন বিশেষজ্ঞ এবং প্রতিবেদনের প্রধান লেখক বিন গুয়েন বলেন, আঞ্চলিক চাহিদার কথা বিবেচনা করে পাইপলাইনে থাকা প্রকল্পগুলো নির্বাচন করা জরুরি। এখানে জাতীয় স্বার্থ না দেখে আঞ্চলিক স্বার্থ দেখা দরকার। দেশ-পর্যায়ের ফলাফল এবং আঞ্চলিক ফলাফলের মধ্যে একটি সুস্পষ্ট যোগসূত্র সহ আঞ্চলিক উন্নয়ন ফলাফলগুলিকে শক্তিশালী করতে হবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com