বাংলা৭১নিউজ, ডেস্ক : বাবা-ছেলে ঘিসু ও মাধব নেশাগ্রস্ত। আয়-রোজগার বা কোনো কাজ কর্মের ধারে কাছে নেই তারা। মানুষ কাজের কথা বললে কোনো না কোনো অজুহাতে এড়িয়ে যায় তারা।
অথচ ঘরে তাদের খাবার নেই। মাধবের গর্ভবতী স্ত্রী অসুস্থ। তাকে কবিরাজের কাছে নেয়ার মতো টাকা নেই। মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে দিন চলে তাদের। স্ত্রীকে ডাক্তার দেখানোর কথা বলে জমিদার বাবুর কাছ থেকে টাকা এনে সেই টাকা দুজনে মিলে মদ খেয়ে শেষ করে দেয়।
একদিন অসুস্থ স্ত্রী মারা যায়। তার সৎকারের জন্য কাপড় কেনার কথা বলে মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করে সেই টাকায়ও মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকে বাপ-ছেলে- এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘ঘাট কাপড়’। মুন্সী প্রেমচাঁদের গল্প অবলম্বনে এটি পরিচালনা করেছেন আরিফ শরীফ।
অভিনয় করেছেন মোশাররফ করিম, রোবেনা রেজা, মারজুক রাসেল, আমিরুল ইসলাম প্রমুখ।
বাংলা৭১নিউজ/এসএ