আজ মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর বেশ কিছু স্থানে গ্যাস পাইপলাইনে জরুরি মেরামতের কাজ করবে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ জন্য এসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ সোমবার (২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শ্যামপুর, কদমতলী ডিআরএস হতে ফতুল্লা পোস্ট অফিস গলি, প্রাইম টেক্সটাইল ডিআরএস, দেলপাড়া, ভুইপুর ও আশেপাশের এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
অনাকাঙ্খিত এ সরবরাহ বন্ধ থাকার কারণে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
বাংলা৭১নিউজ/এএম