বাংলা৭১নি্উজ, ঢাকা: আজ বৃহস্পতিবার পবিত্র ঈদ উল ফিতর। বছর ঘুরে আবারও এসেছে খুশির ঈদ।
এক মাস সিয়াম সাধনার পর আজ এই খুশির ঈদ উদযাপনের জন্য প্রস্তুত বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের মুসলমানরা।
টিভি-বেতারে বুধবার সন্ধ্যা থেকেই বাজতে শুরু করেছে জাতীয় কবি কাজী নজরুলের কালজয়ী সেই গান ‘ও মন রমজানের ওই রোজার শেষে এল খুশির ঈদ…’।
সারাদেশেই হচ্ছে পবিত্র ঈদুল ফিতর পালিত। ঈদের আনন্দের মহা মিলনমেলায় আজ মিলেছে ১৬ কোটি প্রাণ।
বাংলা৭১নি্উজ পরিবারের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা- ‘ঈদ মোবারক’।
ঈদুল ফিতর মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। রমজান মাসের টানা এক মাস কঠোর সিয়াম সাধনা ও ইবাদত-বন্দেগির পর বিশ্বের মুসলমান সম্প্রদায় রোজা ভঙ্গ করে আল্লাহর প্রতি শুকরিয়াস্বরূপ যে আনন্দ-উৎসব উদযাপন করেন সেটিই ঈদুল ফিতর।
ঈদ ধনী-গরিব সব মানুষের মহামিলনের বার্তা নিয়ে আসে। ঈদের দিন ধনী-গরিব, মালিক-শ্রমিক নির্বিশেষে সব মুসলমান এক কাতারে ঈদের নামাজ আদায় এবং একে অপরের সঙ্গে কোলাকুলি করেন। এতে ধ্বনিত হয় সাম্যের জয়গান।
এদিক থেকে ঈদ কেবল আনন্দের বার্তাই নিয়ে আসে না, ইসলামের সাম্য আর ভ্রাতৃত্বের আদর্শও উদ্ভাসিত হয় এই উৎসবে।
বাংলা৭১নি্উজ/এসএম