আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে আচারের কৌটায় ভয়াবহ মাদক আইস (ক্রিস্টাল মেথ) পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে রাজধানীর কদমতলী এলাকায় অভিয়ান চালিয়ে এক কেজি আইসসহ জাহিদুল আলম (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করে র্যাব-১০।
জব্দ করা আইসের বাজারমূল্য প্রায় ৫ কোটি ২ লাখ টাকা। এছাড়া অভিযানে পাঁচ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব এ তথ্য জানান।
তিনি বলেন, কদমতলী এলাকায় আইসের বড় একটি চালান পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে অভিনব কায়দায় আচারের কৌটায় রাখা এক কেজি আইসসহ জাহিদুল আলম নামে এক মাদককারবারিকে গ্রেফতার করে র্যাব । জব্দ করা আইসের বাজারমূল্য প্রায় ৫ কোটি ২ লাখ টাকা। এছাড়া তার কাছ থেকে ৫ হাজার ১৩ পিস ইয়াবাও উদ্ধার করা হয়।
গ্রেফতার জাহিদুল পেশাদার মাদককারবারি। কক্সবাজারের টেকনাফ থেকে বিভিন্ন সময় অভিনব কৌশলে মাদক আইস ও ইয়াবা নিয়ে ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
বাংলা৭১নিউজ/এসএইচ