বাংলা৭১নিউজ, ঢাকা: বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতের কারণে শনিবার মধ্যরাত থেকে গাজীপুরের টঙ্গী মহাসড়ক ও ইজতেমা ময়দানের আশপাশের এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।
আখেরি মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবত থাকবে বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ।
টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত রোববার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।
শনিবার দুপুরে ইজতেমা ময়দানের পুলিশ কন্ট্রোলরুমে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, শনিবার মধ্যরাত থেকে আখেরি মোনাজাত পর্যন্ত গাজীপুরে চান্দনা চৌরাস্তা থেকে ঢাকার পথে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। ঢাকা থেকে উত্তরাঞ্চল ও ময়মনসিংহগামী সব যান আবদুল্লাহপুরের পর আর যেতে পারবে না, তবে বিকল্প পথে চলতে পারবে’।
আখেরি মোনাজাত শেষ হওয়ার পর ওই রাস্তাগুলোর যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানান তিনি।
শুক্রবার ফজরের নামাজের পর শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমার প্রথম দফা। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের ইজতেমা। চার দিন বিরতি দিয়ে ১৯ জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব, ২১ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমা।
বাংলা৭১নিউজ/জেএস