রবিবার, ১৬ জুন ২০২৪, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কোরবানির পশুর গাড়ি আটকে চাঁদাবাজি : ৫ পুলিশ সদস্য বরখাস্ত আড়াই লাখ মানুষকে ফিরিয়ে দিলো সৌদি আরব ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানজট এখনো কমেনি রাঙ্গামাটিতে ব্জ্রপাতে নিহত ৪ টাঙ্গাইলে জোড়া খুন; জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন সরে গেছে মিয়ানমারের যুদ্ধজাহাজ, বিস্ফোরণের শব্দও আসছে না যেকোনও সময় পড়ে যেতে পারে মোদি সরকার: খাড়গে নৌপথে নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ পয়েন্টে কোস্টগার্ডের টহল তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত, ডুবে গেছে ফসলি জমি শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৮৭৬তম সভা অনুষ্ঠিত ডরিনের পাশে যারা ছিলেন তাদের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নে ১৩ নির্দেশনা সিলেটে ১৩ ট্রাক ভারতীয় চিনি জব্দ মালয়েশিয়ায় অ্যাথলেটিক্সে বাংলাদেশের সোনা জয় পদ্মা সেতুতে একদিনে পৌনে ৫ কোটি টাকার টোল আদায় বাংলাদেশ থেকে জনশক্তি নিতে আজারবাইজানের প্রতি আহ্বান ঈদ উপলক্ষ্যে ৮ হাজার আউটলেটে জিপি স্টারদের জন্য বিশেষ সুবিধা হাট ঘুরে ক্রেতা বিক্রেতাদের খোঁজ-খবর নিলেন মেয়র হজের খুতবায় ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়ার আহ্বান প্রাণিসম্পদ মন্ত্রীর বাসার লিফটে কর্মকর্তাকে মারধর

আওয়ামী লীগ নেতাকে হাতুড়িপেটা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮
  • ১৬৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, মাদারীপুর প্রতিনিধি: এক ব্যক্তির জানাযা থেকে নিজ বাড়িতে ফেরার পথে  মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কালিকাপুর ইউপি চেয়ারম্যান এজাজুর রহমান আকনকে হাতুড়িপেটা গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহতের পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধায় কালিকাপুর এলাকায় একটি জানাজার নামাজে অংশ নিয়ে বাড়ি ফিরছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও কালিকাপুর ইউপি চেয়ারম্যান এজাজুর রহমান আকন। ফেরার পথে কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের সামনে আসলে সন্ত্রাসীরা তার পথরোধ করে কিছু বুঝে ওঠার আগেই হাতুড়িপেটা শুরু করে। সন্ত্রাসীরা তার মাথায় ও হাতে মারাত্বকভাবে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। তার আত্ম-চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে মুর্মুষ অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়।

আহতের চেয়ারম্যানের ছেলে পিয়াস আকন বলেন, আমার বাবাকে ইউপি নির্বাচনের পূর্ব শত্রুতার জের ধরে সাবেক চেয়ারম্যান আহসান মাতুব্বর ও তার লোকজন হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া নিচ্ছি।

সদর হাসপাতালের আর এম ও ডা: শশাংক চন্দ্র ঘোষ বলেন,রোগীর মাথায় লোহার অস্ত্র দ্বারা উপুর্যুপরি প্রচন্ড আঘাত করা হয়েছে যাতে প্রচুর রক্তক্ষরন হয়েছে। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নততর চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।

মাদারীপুর সদর থানার ওসি মোঃ কামরুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার পর থেকে উত্তেজনা বিরাজ করায় এলাকায় অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে। রোগী নিয়ে স্বজনরা ব্যস্ত থাকায় এ ঘটনায় মামলা হয়নি ।তবে  মামলা করতে থানায় আসলে মামলা নেয়া হবে ।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com