মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের শিল্পোন্নয়নে বিটাক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: শিল্পমন্ত্রী উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে: ওবায়দুল কাদের এডিসের লার্ভা পাওয়ায় ৯ বাড়িওয়ালাকে দেড় লাখ টাকা জরিমানা শেরপুরে আগ্রাসী ব্রহ্মপুত্র, ভাঙনে দিশেহারা নদীতীরের মানুষ দুই ঘণ্টার কোটা আন্দোলনে স্থবির ঢাকা বাংলাদেশ-ইইউর ৩ মি‌লিয়ন ইউরোর ঋণ সহায়তা চু‌ক্তি স্বাক্ষর কুমিল্লা আদালতে মামুনুল হক-খালেদ সাইফুল্লাহ প্রতিমন্ত্রী সিমিনের সঙ্গে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ বিকাশ অ্যাপে প্রথমবার বিল পরিশোধে ৯০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট কুপন জরিমানা পরিশোধ করলেই গাড়ির কাগজ পৌঁছে যাবে ডাক বিভাগে গুলিস্তানের জিরো পয়েন্টে জবি শিক্ষার্থীদের অবরোধ চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী কোটা সংস্কার নিয়ে আ স ম রবের পাঁচ দফা একযোগে র‌্যাবের চার ব্যাটালিয়নসহ পাঁচ পরিচালককে বদলি কোটাবিরোধী আন্দোলনে বিএনপির ইন্ধন নেই, সমর্থন আছে: ফখরুল চুপিসারে ফেরেশতাদের কথা শুনে যা করতো জিনেরা ইউপি চেয়ারম্যান হত্যার ঘটনায় মামলা, আওয়ামী লীগ নেতা আটক বেনজীরের গুলশানের ৪টি ফ্ল্যাট পরিদর্শনে দুদক টিম সায়েন্সল্যাব মোড় অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, যানচলাচল বন্ধ পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রীর রুদ্ধদ্বার বৈঠক শেষে যা জানা গেলো

আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, ভাংচুর ও লুটপাট

মুন্সিগঞ্জ প্রতিনিধি:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ১৪ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যানের সর্মথকদের হামলায় সাবেক চেয়ারম্যানের সর্মথকদের বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসময় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার ভোর রাত থেকে দফায় দফায় সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের মহেশপুর গ্রামে এই হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এসময় হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ৫টি বসতঘরে ভাংচুর ছাড়াও একটি দোকানে ব্যাপক লুটপাট করে। পরে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতিতে হামলাকারীরা পালিয়ে যায়। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

হামলায় ক্ষতিগ্রস্তরা জানান, ফজর নামাজ শেষ করে সবাই ঘরে ডুকতেই বর্তমান চেয়ারম্যান রিপন পাটোয়ারী বাহিনীর মোক্তার মন্ডল, ফরহাদ খান ও আইনউদ্দিনের নেতৃত্বে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এই হামলা চালায়। এসময় হামলাকারীরা ৫টি বসতঘরে ভাংচুর ও একটি দোকানে ব্যাপক লুটপাট করে। বিগত ইউপি নির্বাচনের পর থেকেই তাদের হামলা ভাংচুর ও লুটপাট অব্যাহত রয়েছে বলেও দাবি গ্রামবাসীর।

নির্বাচনের পর থেকে কর্মী সর্মথকদের বাড়িঘরে থাকতে দিচ্ছে না দাবি করে সাবেক চেয়ারম্যান মহসিন হক কল্পনা বলেন, বর্তমান চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনীরা যেভাবে গ্রামে ত্রাস সৃষ্টি করছে এতে করে কোনো পুরুষ গ্রামে থাকতে পারছে না। বর্তমানে পুরুষ শূন্য গ্রামগুলোর নারীরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।

এসব অভিযোগের সত্যতা জানতে হামলায় অভিযুক্ত বর্তমান চেয়ারম্যান রিপন পাটোয়ারীর সাথে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

হামলা ও সংর্ঘষের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com