বাংলা৭১নি্উজ, ডেস্ক : আইসিসির ২০১৬ এর বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান।
প্রথম কোন বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইসিসির এই অ্যাওয়ার্ড পাচ্ছেন মুস্তাফিজ।
আজ এক ই-মেইল বার্তায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বিষয়টি নিশ্চিত করেছে।
২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর থেকে ২০১৬ সালের ২০ সেপ্টেম্বর পর্যন্ত পারফরম্যান্স বিবেচনায় মুস্তাফিজকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।
এই সময়ে তিন ওয়ানডেতে মুস্তাফিজ নিয়েছেন ৮ উইকেট। আর ১০টি টি-টোয়েন্টি ম্যাচে নিয়েছেন ১৯ উইকেট।
মুস্তাফিজুর রহমান জাতীয় দলের হয়ে এ পর্যন্ত ২টি টেস্ট, ৯টি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২ টেস্টে ২ ইনিংসে বল করে উইকেট নিয়েছেন ৪টি।
৯ ওয়ানডেতে উইকেট নিয়েছেন ২৬টি। ওয়ানডেতে তারা সেরা বোলিং ফিগার ৪৩ রানে ৬ উইকেট।
আর ১৩ টি-টোয়েন্টিতে উইকেট নিয়েছেন ২২টি। তার সেরা বোলিং ফিগার ২২ রানে ৫ উইকেট।
ওয়ানডেতে ৫ উইকেট নিয়েছেন ৩ বার। আর টি-টোয়েন্টিতে ১ বার।
বাংলা৭১নি্উজ/এম