বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হাসিনার দালালরা অপকর্মের ফাইল পুড়িয়ে দিল: সারজিস ৪০ কোটির মধ্যে ৩০ কোটি বই ছাপানো বাকি কর্ণফুলীতে ভেসে উঠলো নিখোঁজ দুই পর্যটকের মরদেহ ফায়ার সার্ভিস কর্মীকে চাপা দেওয়া ট্রাকচালক ধরা পড়ল শিক্ষার্থীদের হাতে সিরিয়ায় আসাদপন্থিদের ‘অতর্কিত হামলায়’ ১৪ নিরাপত্তা সদস্য নিহত ক্ষতিগ্রস্ত ভবনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কর্মকর্তা-কর্মচারীদের সচিবালয় এলাকায় নিরাপত্তা জোরদার, দুই প্লাটুন বিজিবি মোতায়েন আট-নয় তলার নথিপত্র সব পুড়ে গেছে বলে ধারণা ফায়ার ডিজির পঞ্চগড়ে বইছে শৈত্যপ্রবাহ ভারতের মহারাষ্ট্রে ১৭ বাংলাদেশি গ্রেপ্তার অন্তর্বর্তী সরকারের উদারতা জাতিকে অনন্তকাল ভোগাবে : হাসনাত আব্দুল্লাহ স্বৈরাচার পালিয়ে গেলেও দেশকে অস্থির করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ভেতরে প্রবেশ করছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা লামায় অগ্নিসংযোগের ঘটনায় ড. ইউনূসের নিন্দা আগুনের সূত্রপাত কীভাবে তা নিশ্চিত হওয়া যায়নি : ফায়ারের ডিজি সচিবালয়ের আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সড়কে পড়ে আছে ফায়ারকর্মী নয়নের হেলমেট ও তাজা রক্ত সচিবালয়ে আগুন: যে হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ আগুন ৬ তলায় লেগে উপরে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা সবাই একসঙ্গে শান্তিতে থাকতে চাই : পররাষ্ট্র উপদেষ্টা

আইজিপি’র পদত্যাগ করা উচিত: অভিজিতের বাবা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ৭ মে, ২০১৬
  • ১৪০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: ‘হত্যাকারীদের গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে পুলিশ। এই ব্যর্থতার দায় নিয়ে নৈতিক জায়গা থেকে পুলিশের আইজিকে পদত্যাগ করা উচিত’ কথাগুলো বলছিলেন নিহত লেখক অভিজিত রায়ের পিতা বরেণ্য শিক্ষাবিদ অজয় রায়।

বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে আজ শনিবার সকালে ড. মো. আনোয়ার হোসেন রচিত ‘অনন্ত আমরা চুপ থাকবো না’ বইয়ের পাঠ উন্মোচন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

অধ্যাপক অজয় রায় বলেন, ‘আমি চুপ হয়ে গেছি। আমাকে চুপ করা হয়েছে। একের পর এক হত্যাকাণ্ডের পর আমি চুপ হয়ে গেছি। এক সময় আমি কথা বলতাম। প্রতিবাদে মুখর থাকতাম। এখন আমি চুপ হয়ে গেছি।’

তিনি বলেন, ‘গোয়েন্দা বিভাগ থেকে আমাকে বলা হয়েছে, ‘অভিজিতের তিনজন হত্যাকারী নজরদারিতে রয়েছেন। তখন গোয়েন্দা কর্মকর্তাকে জিজ্ঞাসা করেছিলাম, নজরদারি মানে কি? নজরদারি না করে গ্রেফতার করছেন না কেন? তারা উত্তর দিতে পারেননি। এখন গোয়েন্দা বিভাগ থেকে বলা হচ্ছে, অভিজিতের হত্যাকারীরা দেশত্যাগ করেছেন। তাহলে আপনারা কিসের ঘোড়ার ডিমের নজরদারি করেছেন?’

পুলিশের আইজিপিকে উদ্দেশ করে অজয় রায় বলেন, ‘টার্গেট করে জঙ্গিরা হত্যা করে যাচ্ছে। জঙ্গিরা টার্গেট তালিকা দিয়েছে। তাদের রক্ষা করতে পারছেন না। এই ব্যর্থতা নিয়ে পুলিশের আইজিপির পদত্যাগ করা উচিত। আজই তার পদত্যাগ করা উচিত।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক অজয় রায়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। স্বাগত বক্তব্য রাখেন ‘অনন্ত আমরা চুপ থাকব না’ বইটির প্রকাশক এবং ‘মত ও পথ’ পত্রিকার সম্পাদক র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী (এমপি)। অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন ড. মো. আনোয়ার হোসেন।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘গুপ্ত হত্যাকারীরা দানব। এই দানবদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। সবাই মিলেই প্রতিহত করতে হবে। সরকার এ ব্যাপারে কাজ করছে।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ একাংশ) সাধারণ সম্পাদক শিরিন আক্তার, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, সাবেক সচিব রনজিত কুমার বিশ্বাস, সাংবাদিক অজয় দাশগুপ্ত, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, সাংবাদিক ইমতিয়াজ শামীম প্রমুখ।

অনুষ্ঠানে আবৃত্তি উপস্থাপন করেন জয়ন্ত চট্টপাধ্যায়, শাহাদাত হোসেন নিপু, প্রবীর পাল।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com