ঝিনাইদহর কালীগঞ্জ শহরের নদীপাড়ায় বিষাক্ত অ্যালকোহল পানে তিনজনের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় রেজা হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৮ মার্চ) সকালে বারোবাজার এলাকার শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বারোবাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় রেজাকে তার শ্বশুর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে কালীগঞ্জ থানায় মৃত জাহাঙ্গীরের ভাই বাদী হয়ে মামলা করেছেন।
প্রসঙ্গত, ঝিনাইদহের কালীগঞ্জ মেইন বাসস্টান্ড এলাকার একটি হোমিও হল থেকে চলতি মাসের ৩ তারিখ সন্ধ্যায় অ্যালকোহল পান করে জাহাঙ্গীর, বিপুল কুমার ও রাজিব হোসেন অসুস্থ হয়ে পড়েন। পরে ওইদিন দিবাগত রাতে কালীগঞ্জ, ঝিনাইদহ ও যশোর হাসপাতালে তাদের মৃত্যু হয়।
বাংলা৭১নিউজ/এসএইচ