বুধবার, ২৬ জুন ২০২৪, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উ. কোরিয়ার, বিস্ফোরিত মাঝ-আকাশেই তিস্তা সেচ ক্যানেলের ধারে পড়ে থাকা মাইন সদৃশ বোমা উদ্ধার ৩৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই : শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে কুয়েতের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ পাবনায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ভাই-বোন নিহত ইসলামী ব্যাংকের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নতুন ঠিকানায় পূবালী ব্যাংকের ঢাকা স্টেডিয়াম শাখা মেডিক্যাল কলেজে পড়াশোনার মান বাড়াতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ইকো-ট্যুরিজম সম্প্রসারণে একযোগে কাজ করবে বাংলাদেশ ও মালদ্বীপ সালিশদারকে হত্যার ঘটনায় ৬ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন গঙ্গা-তিস্তা নিয়ে ভারত সরকারকে প্রশ্ন করার পরামর্শ মন্ত্রীর পুলিশ কর্মকর্তাদের সম্পদের তদন্ত চলছে: আইজিপি পাকিস্তানে শিশুসহ একই পরিবারের ৯ জনকে গুলি করে হত্যা শনিবার ঢাকায় সমাবেশ, ৩ দিনের কর্মসূচি দিল বিএনপি বুড়িগঙ্গায় তেলবাহী ট্রলারে বিস্ফোরণ, কেঁপে উঠল পুরো এলাকা দুই আসামিকে ধরতে খাগড়াছড়িতে হেলিকপ্টার দিয়ে সাঁড়াশি অভিযান টানা বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, পথে পথে নানা দুর্ভোগ ঈদের আনন্দ বাড়িয়েছে বিকাশ অ্যাকাউন্টে পাঠানো রেমিটেন্স ঈদুল আজহায় ৩০৯টি সড়ক দুর্ঘটনায় ৪৫৮ জন নিহত বোতলজাত পানির দাম কেন বাড়লো, খবর নিয়ে ব্যবস্থা: বাণিজ্য প্রতিমন্ত্রী

অস্ত্র-গোলাবারুদসহ ৯ মামলার আসামি গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ১৬ বার পড়া হয়েছে

কক্সবাজারের পেকুয়ায় অভিযান চালিয়ে জালাল আহমদ (৩২) নামের এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫। এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।

বুধবার (৩০ মার্চ) দিনগত গভীর রাতে প্রতিবেশী জহিরের ঘরে লুকানো অবস্থায় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জালাল আহমদ পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর সুন্দরীপাড়ার মো. শরীফের ছেলে। তাকে আনসারুল ইসলাম টিপু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড বলে দাবি করেছে র‍্যাব। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ নয়টি মামলা রয়েছে।

র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) এএসপি মো. বিল্লাল উদ্দিন এতথ্য নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, টিপু বাহিনী নিরীহ জনতার ওপর লুটপাট, চিংড়ির প্রকল্প দখল, চাঁদাবাজি, হত্যা ও জখমসহ নানা অপকর্ম করতো। বাহিনীর সেকেন্ডম্যান জালালের মাধ্যমে এসব অপকর্ম পরিচালিত হতো। গোপন সংবাদ পেয়ে র‍্যাব-১৫-এর একটি আভিযানিক দল বুধবার দিনগত আড়াইটার দিকে রাজাখালী অভিযান চালিয়ে প্রতিবেশীর ঘর থেকে তাকে গ্রেফতার করে।

পরে আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে ঘরের উত্তরমুখী পুকুরের পাশে বিশেষভাবে লুকায়িত অবস্থায় তিনটি এসবিবিএল, দুটি ফ্লিন্টলক গান, একটি দেশীয় পিস্তল, আট রাউন্ড কার্তুজ, এক রাউন্ড খালি খোসা, তিনটি রামদা উদ্ধার করা হয়।

jagonews24

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা ও বিক্রির উদ্দেশ্যে অস্ত্র-গোলাবারুদগুলো নিজ হেফাজতে লুকিয়ে রেখেছিলেন বলে স্বীকার করেছেন গ্রেফতার জালাল।

র‍্যাব আরও জানায়, জালালের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, মারামারি, জোরদখল, চুরি, ডাকাতি, মারাত্মক জখম, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন থানায় নয়টি মামলা রয়েছে। এরমধ্যে তিনটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

এএসপি বিল্লাল উদ্দিন জানান, গ্রেফতার জালালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে তাকে কক্সবাজারের পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএন

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com