দুই দিনের টানা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থন জানিয়েছে রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মিছিল থেকে নির্বাচনের ‘একতরফা’ তফসিল বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন আয়োজন করার দাবি জানানো হয়।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে মেরুল বাড্ডায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
এসময় নেতাকর্মীরা অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। মিছিল শেষে ছাত্রদলের নেতাকর্মীরা কিছুক্ষণের জন্য রাস্তা অবরোধ করে রাখেন।
বিক্ষোভ মিছিলে পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে রাকিবুল ইসলাম রাকিব বলেন, জনগণ সরকারের ফরমায়েশি নির্বাচনী তফসিল ঘৃণাভরে প্রত্যাখ্যান করে রাজপথে নেমে এসেছে। তফসিল ঘোষণা করে অবৈধভাবে সরকারে টিকে থাকা যাবে না। বর্তমান সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। জাতীয়তাবাদী ছাত্রদল এক দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে রয়েছে। দাবি আদায় না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।
মিছিলে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মজুমদার, সহ-সাধারণ আল মামুন, সহ-সাধারণ সম্পাদক জামিল মুরসালিন, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক মশিউর রহমান, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. সালাহউদ্দিন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি কাওছার আহম্মেদ রনি, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ও সহ-নাট্যবিষয়ক সম্পাদক মুনতাসীর মামুনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এসএইচ