বাংলা৭১নিউজ,সিলেট: সিলেটের শিববাড়ির জঙ্গি আস্তানায় অভিযান ‘অপারেশন টোয়াইলাইট’ অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত দুই জঙ্গিকে হত্যার দাবি করেছে সেনাবাহিনীর প্যারা কমান্ডোরা।
আজ বিকাল সাড়ে ৫টার পর আনুষ্ঠানিক ব্রিফিংয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, প্যারা কমান্ডোরা গুলি করে জঙ্গি আস্তানা আতিয়া মহলে দুই জঙ্গিকে হত্যা করেছে। নিহত দুই জঙ্গিই পুরুষ। সেখানে এখনও একাধিক জঙ্গি অবস্থান করছে বলে ধারণা করা হচ্ছে।
প্যারা কমান্ডোরা নিজেদের ক্ষয়ক্ষতি এড়িয়ে অভিযান শেষ করতে কিছুটা সময় নিয়েই অভিযান চালাচ্ছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়।
বাংলা৭১নিউজ/সিএইস