রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সীমান্তে আরও ১০০ স্থানে বেড়া নির্মাণ করবে ভারত কুমিল্লায় নিহত সেই কর্মীর বাড়িতে জামায়াত আমির চার দিন পর বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন শুরু বাধ্যতামূলক হচ্ছে অনলাইনে রিটার্ন দাখিল শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব ওবায়দুর রহমান পুলিশ কোনো দলের তল্পিবাহক হয়ে বেআইনি কাজ করবে না আমেরিকার হাসপাতালে বন্দুক হামলা, পুলিশ কর্মকর্তাসহ নিহত ২ র‌্যাবের গোয়েন্দা নজরদারিসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত: র‍্যাব ডিজি মোজাম্মেল ও তার সনদ নিয়ে যা বললেন মুক্তিযোদ্ধারা পোপ ফ্রান্সিসের অবস্থা ‘আশঙ্কাজনক’ ১৭ বছর পর গ্রামের বাড়িতে বিএনপি নেতা বাবর পুলিশের বিরুদ্ধে অভিযোগের তদন্ত মানবাধিকার কমিশনকে দেওয়ার সুপারিশ আরাকান আর্মি: আটক আতঙ্কে দিন কাটছে সাগরের জেলেদের জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি মঙ্গলবার ৬ শতাধিক ফিলিস্তিনি বন্দির মুক্তি আটকে দিল ইসরায়েল ১০ জনের দল নিয়েও পয়েন্ট আদায় মিয়ামির ঢাকাসহ ৯ অঞ্চলে ঝোড়ো বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত খালেদা জিয়ার খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আবেদনের শুনানি ২ মার্চ প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে ঢাকার পথে কুয়েট শিক্ষার্থীরা ড. ইউনূসকে নিয়ে অ্যালেক্স কাউন্টসের বই ‘স্মল লোনস, বিগ ড্রিমস’

অপরাধীদের আইনের আওতায় আনার প্রস্তাব ক্যাবের

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপলোড সময় শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) বিগত সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুণ্ঠনের পরিমাণ, ভর্তুকি কমিয়ে আনার পরিকল্পনা ও ট্রাইব্যুনাল গঠন করে জ্বালানি অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার প্রস্তাব জানিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির জ্বালানি উপদেষ্টা এম.শামসুল আলম এসব প্রস্তাব করেন।

শামসুল আলম বলেন, বর্তমান বিইআরসি (বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন) পূর্বের বিইআরসির ধারা বজায় রাখছে, যা দেখে আমরা উদ্বিগ্ন। তাদের আচরণের মাধ্যমে বিইআরসি আইনের যে উদ্দেশ্য তা লঙ্ঘিত হচ্ছে। যা আগের বিইআরসি করে গিয়েছিল এবং এখনকার বিইআরসি তার ধারাবাহিকতা ধরে রেখেছে।

তিনি বলেন, জুলাই অভ্যুথানের মাধ্যমে পুরো জাতির মধ্যে যে চেতনা তৈরি হয়েছে, বিইআরসির কর্মকাণ্ড সে চেতনার বিরোধী।আজকের বক্তব্যের পর আমরা আশা করছি, বিইআরসি গণশুনানি স্থগিত করবে, ২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতে যে পরিমাণ লুণ্ঠন, ব্যয় হয়েছে, তার পরিমাণ বিইআরসি নির্ধারিত করবে।

এছাড়া সরকারের রাজস্ব কমিয়ে বিদ্যুৎ ও জ্বালানির ভর্তুকি কী পরিমাণ কমানো সম্ভব তা বিইআরসিকে নির্ধারণ করতে হবে ও জ্বালানি অপরাধীদের বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন করে বিইআরসি আইনের আওতায় তাদের নিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, তাছাড়া প্রস্তাবিত লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে গ্যাসের মূল্যবৃদ্ধির যে প্রস্তাব পাওয়া গেছে, সে শুনানি স্থগিত করবে। এই দাবিগুলো বাস্তবায়ন করার জন্য আমরা গণশুনানিতে যাবো এবং দাবি বাস্তবায়নে বিইআরসি যেন একাত্মতা প্রকাশ করে, সে রকম পরিবেশ তৈরি করার জন্য সবাইকে গণশুনানিতে অংশ নেওয়ার আহ্বানও জানান তিনি।

সংবাদ সম্মেলনে ক্যাবের পক্ষ থেকে বলা হয়, গণঅভ্যুত্থানের পর অন্তবর্তীকালীন সরকার বিশেষ বিধান আইন এবং বিইআরসি আইনে সংযোজিত ধারা বাতিল করে। তবে আইনে সংযোজিত কমিশন কর্তৃক প্রবিধান প্রণয়ন না করা পর্যন্ত, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, ট্যারিফ নির্ধারণ, পুনঃ নির্ধারণ বা সমন্বয় করিতে পারিবে-এই বাক্যটি বাতিল হয়নি। ফলত মন্ত্রণালয়ের জ্বালানির মূল্য হার নির্ধারণ অব্যাহত আছে।

আবার অধ্যাদেশের মাধ্যমে বিশেষ বিধান আইন, ২০১০ বাতিল করা হলেও তাতে ২ (খ) ও ২ (গ) অনুচ্ছেদ সংযোজন করে ওই আইনের আওতায় যে-সব অন্যায় ও অপরাধমূলক কার্যক্রম চালানো হয়েছে, সে-সব কার্যক্রমকে সুরক্ষা দেওয়া হয়েছে। তাতে জনগণ প্রতারিত হয়েছে। ফলে বলা যায়, সরকার ও বিইআরসির চেতনা ও ধারণায় কোনো পরিবর্তন আসেনি, লুণ্ঠন সুরক্ষিত থেকেছে।

ক্যাব আরও বলে, বিদ্যুৎ ও জ্বালানির মূল্য হার ন্যায্য ও যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনার লক্ষ্যে ক্যাবের পক্ষ থেকে দেওয়া বিদ্যুৎ ও জ্বালানি সংস্কার প্রস্তাবে কোনো কাজ হয়নি। বিইআরসি লুণ্ঠনমূলক ব্যয় ও মূল্য হার কমানোর কোনো উদ্যোগ নেয়নি। সরকারকেও কোনো পরামর্শ দেয়নি।

বরং বিইআরসি কর্তৃক গত ৬ ফেব্রুয়ারি প্রকাশিত গণ-বিজ্ঞপ্তিতে দেখা যায়, পেট্রোবাংলা এবং তিতাস, বাখরাবাদ, জালালাবাদ, পশ্চিমাঞ্চল, সুন্দরবন ও কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানিসমূহের প্রাকৃতিক গ্যাসের শিল্প ও ক্যাপটিভ শ্রেণিতে বিদ্যমান, প্রতিশ্রুত ও সম্ভাব্য ভোক্তার গ্যাসের মূল্য হার বৃদ্ধির প্রস্তাবের ওপর ২৬ ফেব্রুয়ারি বিইআরসি দিনব্যাপি শুনানির আয়োজন করেছে।

ক্যাব জানায়, গ্যাসের মূল্য হার বৃদ্ধির কার্যক্রম শুরু করা হয়েছে। বিদ্যুতেরও শুরু করা হবে। গ্যাসে বিদ্যমান আর্থিক ঘাটতি বছরে প্রায় ২০ হাজার কোটি টাকা এবং প্রতিশ্রুত ও সম্ভাব্য শিল্প ও ক্যাপটিভ বিদ্যুতে ব্যবহৃত গ্যাসের বর্তমান মূল্য হার ৩০ টাকা থেকে ৭৫ টাকা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাব বিইআরসি আইনের ধারা ২২ ও ধারা ৩৪ এবং জুলাই-আগস্ট বিপ্লবের চেতনার সঙ্গে সাংঘর্ষিক।

সংবাদ সম্মেলনে ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভুইঁয়া, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য শওকত আলী খান, বাপার সাধারণ সম্পাদক আলমগীর কবিরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com